শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে স্কুলছাত্র রিয়াদ উদ্ধার, গ্রেফতার ৩

আহমেদ শামীম: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক স্কুলছাত্র নিখোঁজ এবং পরবর্তীতে উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে দেখা দিয়েছে রহস্য। আখতারুজ্জামান রিয়াদ (১৬) নামের ওই স্কুলছাত্র গত রবিবার নিখোঁজ হয়। গত সোমবার দুপুরে তাকে উদ্ধার করে পুলিশ। আখতারুজ্জামান রিয়াদ বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের দশম শ্রেণির শিক্ষার্থী।

বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, গতকাল রবিবার বিকেলে কবুতর কিনতে এক বন্ধুর সাথে বেরিয়ে যায় আখতারুজ্জামান রিয়াদ। রাতে সে বাড়িতে ফিরেনি। সোমবার সকালে একটি ফোন কলের মাধ্যমে তার পরিবারের সদস্যদের কাছে রিয়াদকে ‘মুক্তি’ দিতে ৪০ হাজার টাকা দাবি করা হয়। পরে তার পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করে।

এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- বিয়ানীবাজারের কাকরদিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে আব্দুশ শহীদ (২০), জকিগঞ্জ থানার লামারগ্রামের আব্দুর রউফের পুত্র রমজান আলী (২৮), বিয়ানীবাজারের নিদনপুর গ্রামের ফখরুল ইসলামের পুত্র রেদোয়ান আহমদ (১৯)।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর বলেন, ‘বিষয়টি অবহিত হয়েই আমরা প্রযুক্তির সাহায্যে উপজেলার জলঢুপ এলাকা থেকে আখতারুজ্জামান রিয়াদকে উদ্ধার করি। এসময় দুজনকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়