শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ১১:২১ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রকিবুলের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেলো মোহামেডান

নিজস্ব প্রতিবেদক : ডিপিএলের ১১তম ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারিয়ে টানা জয় ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষের আঁটসাঁট বোলিংয়ের পরও মোহামেডান জয় নিয়ে মাঠ ছেড়েছে অধিনায়ক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের দৃঢ় ব্যাটিংয়ের কারণে।

মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে পারেনি খেলাঘর। ৪৭.৩ ওভার ব্যাট করা দলটি গুটিয়ে যায় ২২৫ রানে। দলের পক্ষে এদিন চওড়া ছিল ২৯ বছর বয়সী ডানহাতি ক্রিকেটার মোসাদ্দেক ইফতেখারের ব্যাট। ১১৩ বলের মোকাবেলায় ৮৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে অমিত মজুমদার ৩৭ ও ভারতীয় ক্রিকেটার অশোক মেনারিয়া ২৬ রান করেন।

মোহামেডানের পক্ষে সোহাগ গাজী তিনটি উইকেট শিকার করেন। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন আলাউদ্দিন বাবু ও কাজী অনিক।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন মোহামেডানের দুই ওপেনার অভিষেক মিত্র ও আব্দুল মজিদ। তবে দলীয় রান ৭০ এর কোটা পার হওয়ার আগে কাছাকাছি সময়ে দুজনই ফেরেন সাজঘরে। তাদের বিদায়ের খানিক পরই ইরফান সুক্কুরও আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে যায় মোহামেডান। সেই চাপ সামলে দলকে জয়ের পথ দেখান অধিনায়ক রকিবুল হাসান। মোহাম্মদ আশরাফুল হতাশ করেছেন এদিনও। তিনি সাজঘরে ফেরেন ২২ বলের মোকাবেলায় মাত্র ১০ রান করে। তবে নাদিফ চৌধুরী রকিবুলের যোগ্য সঙ্গী হয়ে উঠেছিলেন। ৩৯ রান করে নাদিফ বিদায় নেওয়ার পর সোহাগ গাজীও আউট হয়ে যান। তাতে দল চাপে পড়লেও আলাউদ্দিন বাবুকে নিয়ে সেই চাপ সামাল দেন রকিবুল। শেষপর্যন্ত ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় মোহামেডান। ৮টি চার ও ১টি ছক্কায় ৮৮ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন রকিবুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়