শিরোনাম

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ১০:৫২ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প প্রশাসনকে ইরানের সঙ্গে সমঝোতায় যেতে বললেন অর্ধশতাধিক সাবেক মার্কিন জেনারেল ও রাষ্ট্রদূত

রাশিদ রিয়াজ : ইরানের সঙ্গে সমঝোতায় ফেরার আহ্বান জানিয়েছেন অর্ধশতাধিক মার্কিন সাবেক জেনারেল ও রাষ্ট্রদূত। তারা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রকে পুনরায় পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা। এক বিবৃতিতে তারা এ দাবি জানান। ন্যাশনাল ইন্টারেস্ট/প্রেসটিভি/পারসটুডে

ইরান পরমাণু সমঝোতা বা জেসিপিওএ পুরোপুরি মেনে চলার পরেও গত বছর মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে একতরফা ভাবে বেরিয়ে যান। পাশাপাশি নভেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। কিন্তু যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা ত্যাগ করলেও ইউরোপীয় দেশগুলো এতে অটল রয়েছে এবং ইরানকেও এই সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়েছে।

আমেরিকান কলেজ অব ন্যাশনাল সিকিউরিটি লিডার আয়োজিত বিবৃতিতে পুনরায় জেসিপিওএতে ফিরে আসার আহ্বান জানিয়ে ওই বিবৃতিতে একাধিক অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল, ভাইস অ্যাডমিরাল, জেনারেল, লে. জেনারেল, মেজর জেনারেলসহ সাবেক রাষ্ট্রদূতরা সই করেছেন। বিবৃতিতে তারা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমানু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পরও ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইরান মেনে চলছে বলে সম্প্রতি ঘোষণা করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ। পরমাণু সমঝোতা মেনে চলবে বলেও দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছে মার্কিন মিত্র হিসেবে পরিচিত ইউরোপীয় ইউনিয়ন। তাই ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরলে মধ্যপ্রাচ্যে কৌশলগত বৃহত্তর সুবিধাও পাবে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে স্বাক্ষর করেন অবসরপ্রাপ্ত রিয়ার এ্যাডমিরাল স্যান্ডি এ্যাডামস, ব্রিগেডিয়ার জেনারেল ক্লারা এ্যাডামস-এন্ডার, ব্রিগেডিয়ার জেনারেল রিকার্ডো আপন্টি, ভাইস এ্যাডমিরাল ডন আর্থার, রাষ্ট্রদূত সুসান বার্ক, মেজর জেনারেল পিটার এস কুক, রাষ্ট্রদূত থমাস গ্রাহাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়