শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগ থেকে চিটকে রাতে ঘুমাতে পারছেনা এমবাপে

স্পোর্টস ডেস্ক : নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে লিগ থেকে চিটকে যায় পিএসজি। এতে হতাশ হয়ে পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ইংলিশ জায়ান্টদের বিপক্ষে হারের পর থেকে নাকি ঘুমাতে পারছেন না ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে জয় পায় পিএসজি। কিন্তু ফিরতি লেগে ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হারে থমাস তুখেলের ছাত্ররা। তাতে দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলে ড্র করায় শেষ আটে জায়গা করে নেন ইউনাইটেড। আর বিদায় নিতে হয় ফরাসি চ্যাম্পিয়নদের।

শেষ আটে না পৌঁছাতে পেরে হতাশ হয়ে পড়েছেন এমবাপে। ফরাসি এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি স্তব্ধ। ঠিকমতো ঘুমাতে পারছি না। দলের বাকি সদস্যদেরও একই অবস্থা বলেই মনে হয়। সত্যি কথা বলতে, চ্যাম্পিয়নস লিগে ভালো করাই আমাদের লক্ষ্য ছিল। দর্শকপূর্ণ স্টেডিয়াম ছিল। দারুণ উদ্যাপন করার পরিবেশ ছিল। আমরা সেই পরিবেশটা নষ্ট করতে চাই নি, কিন্তু সেটাই হয়েছে।’

তবে আসর থেকে বিদায় নিলেও আবারো নতুন করে শুরু করার কথা জানিয়েছেন ফরাসি এই তারকা। ‘আমি মনে করি, আমরা আবারও একসঙ্গে যাত্রা শুরু করতে পারি। আশা করবো ভবিষ্যতে ভালো কিছুই হবে। চলতি মৌসুমটা মৌসুমটা ভালোভাবে শেষ করে পরবর্তী আসরের জন্য নিজেদেরকে প্রস্তুত হতে হবে।’

এদিকে ২০ বছর বয়সি এমবাপেকে নিয়ে গুঞ্জন উঠেছে দলবদলের মৌসুমে বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন তিনি। তবে আগের মতোই সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। আপাতত দলবদলের চিন্তা করছেন না ফরাসি এই ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়