শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেলরের ক্যাচ মিস না করলে গল্পটা ভিন্ন হতো বললেন মাহমুদু্উল্লাহ 

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হ্যামিল্টনে ইনিংস ব্যবধানে ৫২ রানে হেরেছে বাংলাদেশ। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট প্রথম দুই দিন বৃষ্টির কারনে খেলা হয়নি। তৃতীয় দিন থেকে খেলা শুরু হয়ে তিন দিনের খেলাটিকে ড্র করার সুযোগ ছিলো বাংলাদেশের কিন্তু ১২ রানে ইনিংস ব্যবধানে হারে এই টেস্টেও। ফলে সিরিজটিও হাত ছাড়া হলো বাংলাদেশের। ওয়েলিংটন টেস্টে রস টেলরের ব্যাক্তিগত ২০ রানে দু’বার ক্যাচ মিস করে টাইগাররা। তার খেসারত হলো টেলরের ডাবল সেঞ্চুরি আর ইনিংস ব্যবধানে হার।

টেলরের ক্যাচ মিস করার কারনে বাংলাদেশকে বড় মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেন টাইগার অধিনায়ক। ২০ রানে দুইবার জীবন পেয়ে ডাবল সেঞ্চুরি করেন টেলর। তা না হলে গল্পটাও ভিন্ন হতে পারতো বলে মাহমুদুউল্লাহ বলেন, ‘আমি ক্যাচ মিস করেছি (টেলরের) এবং এরপর আরেকটা ক্যাচ স্লিপে মিস হলো। ক্যাচ মিস না হলে গল্পটা ভিন্ন হতো।’

ম্যাচ হারলেও প্রথম ইনিংসে তামিম এবং সাদমানের ব্যাটে ভালো সূচনা পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু পরবর্তীতে নিউজিল্যান্ডের পেসারদের তোপে ভালো শুরুটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে টাইগাররা।

দ্বিতীয় ইনিংসেও একই ব্যর্থতার পরিচয় দিয়েছেন দলের ব্যাটসম্যানরা। দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটসম্যানদের সাহস নিয়ে ব্যাট করা উচিৎ ছিল বলে মনে করছেন রিয়াদ। তিনি বলেন, ‘আমার মনে হয় ব্যাটসম্যানদেরই দায়টা নেওয়া উচিত। কারণ আমরা প্রায় আড়াই দিনে দুই ইনিংসে গুটিয়ে গেছি। আসলে আমাদের দুই ধরনের মানসিকতা থাকায় এই অবস্থা দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে তামিম ও সাদমান আমাদের ভালো শুরু এনে দিয়েছিলো।’

তিনি আরো বলেন, ‘এমনকি ওয়াগনার বাউন্সার নিয়ে আক্রমণ করলেও তাকে সামাল দিয়ে খেলেছি। কিন্তু পরে আমরা নিজেরাই সুযোগ নিতে পারিনি। আমাদের আরো লম্বা সময় ধরে বুক চিতিয়ে ব্যাট করার দরকার ছিল। বেশির ভাগ ব্যাটসম্যান দায়সাড়া গোছের শট খেলেছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম না। আমরা দুই ধরনের মানসিকতায় চলছিলাম- শট খেলবো কি খেলবো না।’

ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরকেও আরো বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন রিয়াদ। ম্যাচে ভালো বোলিং করলেও ওভার প্রতি তারা অনেক বেশী রান দিয়েছেন। তার কথায়, ‘আবু জায়েদ, মোস্তাফিজ ও তাইজুল ভালো বল করলেও গড় প্রতি ৫ রান করে দিয়েছে। তাই আমাদের শেষ ম্যাচে ভালো বোলিং করার প্রতি মনোযোগ দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়