শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গতবছর বিশ্বে ৩ লাখ শিশুর মৃত্যু হয়েছে ভুয়া ঔষধে

আব্দুর রাজ্জাক : বিশ্বব্যাপী খারাপ ঔষধ ব্যবহারের মহামারি নিয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। রোগ নিরাময়ে প্রচুর পরিমাণে ভুয়া ঔষধ ব্যবহার করা হচ্ছে যা গত বছর প্রায় ৩ লাখ শিশুর মৃত্যুর কারণ ছিলো বলে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। গার্ডিয়ান, সিএনএন

সহযোগিদের সঙ্গে ভুয়া ঔষদের ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন মার্কিন জাতীয় স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের ফগার্টি ইন্টারন্যাশনার সেন্টারের জ্যেষ্ঠ বিজ্ঞান বিষয়ক এমিরিটাস উপদেষ্টা জোয়েল ব্রেমান। মার্কিন জার্নাল ট্রপিকাল মেডিসিন এন্ড হাইজিনে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ৭৫ টি দেশের মোট ২৯টি ঔষধকে চিহ্নিত করা হয়েছে যেগুলো নিয়ে মিথ্যাচার করা হয়েছে। তবে ফিজার গ্লোবাল সিকিউরিটি নামে একটি সংস্থা যখন ১০ বছর আগে অনুসন্ধান চালিয়েছিলো তখন ১১৩টি দেশের ৯৫ টি ঔষধকে ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছিলো।

ব্রেমান তার প্রতিবেদনটি নিয়ে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে গরীব দেশগুলোকে আলোচনায় এনেছি। কারণ এই দেশগুলোতে রোগের প্রভাব বেশি এবং সেগুলোর ওপর তেমন নিয়ন্ত্রণও নেই। গরীব দেশুগুলোতে ম্যালেরিয়া, নিউমোনিয়াসহ অন্যান্য রোগের জন্য যে ঔষধগুলো ব্যবহার করা হয় তার অধিকাংশই ভুয়া। এতে শুধু অ্যান্টিম্যালেরিয়ার ঔষধগুলোই প্রতিবছর দেড় লাখ শিশুর মৃত্যু ঘটাচ্ছে।’

তিনি আরো বলেন, ভুয়া ও নি¤œমানের ঔষধগুলো মধ্যম আয়ের দেশগুলোর চিকিৎসা ব্যয় বাড়িয়ে দিয়েছে। এতে এই দেশগুলোর নাগরিকদের অতিরিক্ত খরচ বেড়েছে প্রায় ২০ হাজার কোটি ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়