শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৬:৫৭ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইল ও নাটোরে গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পে খোদ চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নুর নাহার : গরীব ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু টাঙ্গাইল ও নাটোরে এসব প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে দেয়া হচ্ছে ঘর। এর সাথে জড়িত খোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা। যদিও অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে প্রশাসন। চ্যানেল ২৪

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ, মা এবং নিজের নামে বরাদ্দ নিয়েছেন গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর। তিনি বলেন, আমার এককাঠা জমিও নেই। আমি এখন ভূমিহীনদের আওতায়।

শুধু তাই নয়, অভিযোগ রয়েছে, হাজার হাজার টাকার বিনিময়ে ঘর বরাদ্দ দিয়েছেন মেম্বারসহ স্থানীয় নেতারা। গৃহহীনরা বলেন, আমাদের থেকে ৫ হাজার করে টাকা নিছে। বলেছে গোসলখানা, টয়লেট দিবে। পরে আবার ২০ হাজার টাকা নিছে। এখন ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যাবো সেও তো আমাদের বিশ্বাস  হারায় ফেলছে। এখন আমরা কোথায় যাবো।
অভিন্ন নয় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুনদা গ্রামে। ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার

উপহার' প্রতিপাদ্যে ২৫ ঘরটি বরাদ্দ দেয় সরকার। সেখানেও টাকার বিনিময়ে ঘর দেয়ার অভিযোগ উঠেছে।
সেখানকার গৃহহীনরা জানান, ‘২০ হাজার করে টাকা দিয়েছি কিন্তু টয়লেট দেয়নি, ঘরের জানালাও লাগিয়ে দেয়নি।
এ বিষয়ে কিছুই জানা নেই; দাবি অভিযুক্তদের।’

দেলদুয়ার পাথরাইল পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বলেন, টাকা লেনদেনের বিষয়টি আমার জানা নেই।
অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি গৃহহীনদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়