শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে ঝুঁকিপূর্ণ কালভার্টে দুর্ঘটনার আশঙ্কা

আফজাল হোসেন: ব্যস্ততম সড়কে বেশ কিছু দিন ধরেই একটি সেতুর উপর বাঁশের সাহায্যে একটি লাল কাপড় ঝুঁলানো রয়েছে। যাতে অলিখিত ভাষায় পথচারীদের সংকেত দেয়া হচ্ছে সাবধান, সামনে ঝুঁকিপূর্ণ কালভার্ট।

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার-কাওরাইদ সড়কের বাজারের প্রবেশ মুখে কাওরাইদ খালের উপর নির্মিত একটি কালভার্ট বেশ কিছুদিন আগে সহ্য ক্ষমতার অতিরিক্ত মালামাল বোঝাই যানের চাপে দেবে যায়। এর পর থেকেই অনেকটা ঝুঁকি নিয়েই ভাঙা কালভার্টের উপর দিয়েই যানবাহন চলাচল করছে। তবে যে কোন সময় ছোট এই কালভার্টটি ধসে পরে বড় ধরনের জান মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন স্থানীয়রা।

উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের তথ্য মতে, জৈনা বাজার কাওরাইদ সড়কের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এই সড়কের সাথে কাওরাইদ থেকে সংযোগ হয়েছে পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার। গুরুত্বপূর্ণ এই সড়কের কাওরাইদ খালের উপর ১৯৮৫ সালের দিকে নির্মাণ করা হয় এই কালভার্টটি। তবে ইটা ও বালি বোঝাই গাড়ীর অতিরিক্ত চাপে সম্প্রতি এই কালভার্টটি দেবে যায়।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম ঢালী জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রতিদিন ব্যবহার করে আসছে শ্রীপুরে সহ পাশ্ববর্তী উপজেলার কয়েক হাজার লোকজন।এই কালভার্টের উপর দিয়ে বহু যানবাহনও চলাচল করে। সম্প্রতি এই কালভার্টটি দেবে যাওয়ায় বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে একদিকে তৈরি হয়েছে ভোগান্তি অপরদিকে রয়েছে ঝুঁকি।

শ্রীপুর উপজেলা প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম জানান, সেতুটির একাংশ ভেঙ্গে পড়ায় ঝুঁকির কথা বিবেচনা করে আমরা ইতিমধ্যেই লাল কাপড় টানিয়ে বিপদ সংকেত দিয়েছি। এদিকে কালভার্টটি নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করেছি আশা করছি কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়