শিরোনাম

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৫:০১ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনরায় নির্বাচন দাবি করেছেন ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী

নুর নাহার : নতুন করে ডাকসুর নির্বাচন দাবি করেছে ছাত্রলীগ। সোমবার ভোটের ফলাফল ঘোষণার পর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী এ দাবি করেন। সময় টিভি রাত সোয়া তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করেন উপাচার্য ড. আখতারুজ্জামান। এতে ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর। জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী এবং এজিএস নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন।
ডাকসুর ভিপি পদে বিজয়ী হিসেবে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক নূরুর নাম ঘোষণার পর থমকে যায় ফল ঘোষণার প্রক্রিয়া। ছাত্রলীগের মিছিলে জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেনের নামে হর্ষধ্বনি এলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পরিবেশ।

ফলাফলের বিরুদ্ধে অবস্থান নিয়ে টানা প্রায় আধ ঘণ্টা হট্টগোল করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে গোলাম রাব্বানীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে আবার নির্বাচন দাবি করে ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী বলেন, ডাকসুর সভাপতি বাসায় হামলার ঘটনায় নূরু জড়িত। সে ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করার এবং নতুন করে ডাকসুর নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই দাবিতে শ্লোগান দিতে থাকেন ছাত্রলীগ কর্মীরা।

কেন্দ্রীয় বাকি ২২ পদের একটিতে ছাড়া সবগুলোতেই জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। এছাড়া ১৮টি হলের ১২টিতেই ভিপি পদে ছাত্রলীগের প্রার্থী জয় পেয়েছে। ৬টি হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়