শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ১০:৫২ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচন নিরপেক্ষ হবে না, সেই আশংকা ছিলো, বললেন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান

মো. তৌহিদ এলাহী : একাত্তর চ্যানেলের ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, ‘ নির্বাচন অনুষ্ঠিত হল। এই নির্বাচনটি প্রাপ্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ২৮ বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। ৮ বছরের বেশি সময় আইনি লড়াই করতে হয়েছে। এর মধ্যে দিয়ে তারা নির্বাচনের অধিকারটি অর্জন করেছিল এবং আজকে এই নির্বাচনটি অনুষ্ঠিত হল। এবং আমরা অত্যন্ত হতাশচিত্তে আমরা এই কথাটি বলতে চাই যে ঢাকা বিশ^বিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন বাংলাদেশের গণতন্ত্র একটি চরম বিপন্ন ব্যবস্থার মধ্যে আছে।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পত্রিকার প্রতিবেদন সম্প্রতি প্রকাশ হয়েছে এবং সেখানে বলা হয়েছে বাংলাদেশ এখন গণতান্ত্রিক দেশের তালিকাতে তো নাই, ত্রæটিপূর্ন গণতন্ত্রের মধ্যেও নাই এবং একটি হাইব্রিড রেজিমের মধ্যে আমরা আছি। এমন একটা বাস্তবতার মধ্যে আমরা আছি যেখানে মানুষের মধ্যে ভোট ও নির্বাচন পদ্ধতি নিয়ে একটা চরম অনীহা তৈরি হয়েছে। সেই বাস্তবতায় ঢাকা বিশ^বিদ্যালয়ের নির্র্বাচনটি অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আশার সাথে আশংকাও প্রকাশ করেছিলাম-এই নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে গতকাল পর্যন্ত যে ব্যবস্থাগুলো আমরা দেখেছিলাম সেখানে নির্বাচন যে সুষ্ঠু হবেনা, নিরপেক্ষ হবে না। সে ব্যাপারে আগেই আমাদের মনে একটা প্রবল আশংকা হয়েছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়