শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ১০:১৪ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতবাক নির্ভুল না হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে, বললেন এইচ এম বদিউজ্জামান সোহাগ

রুহুল আমিন : ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোগাগ বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। শতভাক নির্ভুল হয়নি। কিছু ক্রুটি বিচ্যুতি রয়েছে। অতীতেও হান্ড্রেন্ট পারসেন্ট সুষ্ঠু নির্বাচন কোনো সময় হয়নি।

রবিবার ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশে তিনি আরো বলেন, বর্তমান সময়ে ছাত্র সংগঠন গুলো, শিক্ষক বৃন্দ ও হল প্রশাসনে যারা আছেন দীর্ঘ ২৮ বছর নির্বাচন না হওয়ার গ্যাপের কারণে ইলেকশন গুলো করার অভিজ্ঞতার অভাব রয়েছে কর্তৃপক্ষের। নির্বাচন সুষ্ঠু না হলে ছাত্র সংগঠন গুলো ২টার আগেই নির্বাচন বর্জন করতো। তারা ২টার পর বর্জন করেছে। তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নেতা ভিপি প্রার্থী নুরুল হক নূরুকে নির্বাচনের সময় তাকে পিটানোর অভিযোগ করা হয়েছে ছাত্রলীগ এর বিরুদ্ধে তা সঠিক নয়। সে ভিপি প্রার্থী তাই ক্যাম্পাসে অনেক পরিশ্রম করেছে ও নির্ঘুম কাটিয়েছিলো। এজন্য তার মাথা ঘুরে পড়ে গিয়েছিলো। প্রশাসনকে কেউ কোনো অন্যায়ের অভিযোগ করলে তারা তা সাথে সাথে ব্যবস্থা নিয়েছে।

অনাবাসিক ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে এসে স্বতর্ফুত ভাবে ভোট দিয়েছিলো। কোনো ছাত্রকে মারধর এমনকি ভোট দিতে বাধা দেওয়া হয় নাই। দুটি হলে বস্তার ভিতর ব্যালট পাওয়া নিয়ে যে কথা উঠেছে। এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সড়যন্ত্র। জাতীয় রাজনীতির কারণে ক্যাম্পাস কেন্দ্রিক বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের অনেক দিন ধরে একটা নিষ্ক্রিয়তা ছিলো। অনেক হলে তাদের কমিটি নেই। তাহলে তারা কীভাবে জয়ী হওয়ার চিন্তা করে। এ নির্বাচনের মধ্যে দিয়ে ক্যাম্পাসে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হলো। এ প্রক্রিয়ার দ্বারা ছাত্র সংগঠন গুলো শক্তিশালি হবে। নতুন ডাকসুর কমিটির মাধ্যমে ক্যাম্পাসে মুক্তচিন্তা আরো সম্প্রসারিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়