শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৯:০৬ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে জিততে আশাবাদী কংগ্রেস, মোদীর উন্নয়ন ফিরিস্তি, রমজান মাসে ভোট আয়োজনে তীব্র নিন্দা রাজনীতিবীদদের

আসিফুজ্জামান পৃথিল : ঘোষিত হয়ে গেছে ভারতের নির্বাচনী তফসিল। আগামী ১১ এপ্রিল শুরু হয়ে ভোটগ্রহণ চলবে ১৯ মে পর্যন্ত। ভোট গণনা করা হবে ২৩ মে।এই নির্বাচনে জয়লাভ করবে বলে আশাবাদী বর্তমান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারা জনগনকে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এদিকে রমজান মাসে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনের সমালোচনায় মুখর হয়েছেন সংখ্যঅলঘু নেতারা। তাদের মতো রমজানে রোজা রেখে ভোট দেওয়া শুধু ভোটারদের জন্যই নয়, প্রার্থীদের জন্যও প্রচারাভিযান চলা কষ্টকর হবে। ইয়ন, এনডিটিভি, টাইমস নাও, বিবিসি, সিএনএন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারাভিযান শুরু করে দিয়েছে কংগ্রেস। তারা ভারতীয়দের ঠিকমতো নিজেদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, ‘এখন সময় জনগনের।’ রোববার তফসিল ঘোষণার পরপর টুইটারে পোস্ট করে কংগেসে। নিজেদের অ্যকাউন্টে হিন্দি ভাষায় ভারতের প্রাচীণতম দলটি লেখে, ‘দামামা বেজে গেছে, এখন সময় জনগনের, মিথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমরা মিথ্যুকদের এই জান্তাকে অপসারণ করবো। আমরা প্রস্তুত। জয় আমাদের হবেই।’

এদিকে তফসিল ঘোষণার পরপর টুইট করেন প্রধানমসন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি প্রতীদ্বন্দীদের শুভকামনা জানানোর পাশাপাষি, ৫ বছরে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। ২০১৪ সালের মতো এবারও তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ব্যপক বিজয় অর্জন করবে বলেও মন্তব্য করেন মোদী। গত ৫ বছরে আমরা দেখিয়েছি ১৩০ কোটি ভারতীয়র আশির্বাদ আর অংশগ্রহণে আগে অসম্ভব বলা বিষয়গুলো খুবই সম্ভব। ২০১৯ সালের নির্বাচন হবে, জনগনের স্বপ্ন পূরণের নির্বাচন। তিনি বলেছেন, ভারত বিশে^র দ্রæক বর্ধনশীল অর্থনীতি, রেকর্ড গতিতে দেশটি দারিদ্র দমন করছে, দুর্নীতি দূর হচ্ছে, দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া হচ্ছে। মোদী আরো দাবী করেন, ৫০ কোটি ভারতীয় বিনামূল্যে উন্নত চিকিৎসা পাচ্ছে। ১২ কোটি কৃষককে সরাসরি ৬ হাজার রুপি নগদ অর্ত সহায়তা করা হচ্ছে। মোদী আরো জানান প্রথমবারের মতো আড়াই কোটি পরিবার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ৭ কোটি বাড়িতে আছে ধোঁয়ামুক্ত রান্নাঘর, ১ কোটি ভারতীয় নিজেদের বাগি ফিরেছে।
এদিকে রমজান মাসে ভোট আয়োজনের জন্য নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন সংখ্যালঘু নেতারা। পশ্চিমবঙ্গে ক্ষমতাশীন তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। দলটির দাবী, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশের সংখ্যালঘু ভোটারদের ভোট প্রদানে বাঁধা দেওয়ার উদ্দেশ্যেই সরকার এই ষড়যন্ত্র করেছে। কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, এই ষড়যন্ত্রের পরেও চিন্তিত নয় তার দল। তার মতো পুরো দেশই বিজেপি হটাও দেশ বাঁচাও মতাদর্শে বিশ্বাস । হাকিম বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, আমরা তাদের শ্রদ্ধ করি। তাদের বিরুদ্ধে আমরা কিছু বলবো না। কিন্তু ৭ দফার নির্বাচন বিহার, ইউপি আর পশ্চিমবঙ্গের মানুষের জন্য কঠিন হবে। যারা রোজা রাখবেন, তাদের জন্য হবে সবচেয়ে কঠিন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়