শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৯:২৬ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রিয়া আওয়ামী লীগের কর্মী সম্মেলন

আনিসুল হক, ভিয়েনা (অষ্ট্রিয়া) থেকে: অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংলাবাজার হলে ১০ মার্চ, রবিবার বিকালে অস্ট্রিয়ায় বসবাসরত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, অষ্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, আহমেদ ফিরোজ, মোশারফ হোসেন আজাদ, নাসরিন নাহিদ, রতন সাহা, রুহী দাস সাহা, মনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম জসিম, একেএম সওকত আলী, এমরান হোসেন, মিজানুর রহমান শ্যামল, নয়ন হোসেন, মোহাম্মদ নাসির, ইয়াসিম মিয়া বাবু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নেতা-কর্মীরা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অস্ট্রিয়া প্রবাসী এম. নজরুল ইসলামকে ফুল্লেল শুভেচ্ছা জানান।

অস্ট্রিয়া আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নেতা-কর্মীরা বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
প্রধান অতিথি এম. নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মনোনীত করায় তাঁকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে ইউরোপের বসবাসকারী বাঙালিদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ প্রচারে কাজ করবো বলে আমি আশাবাদী। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনের চলার পথ সহজ করে দেবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সমর্থন ছিল বলেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই গুরুদায়িত্ব অর্পন করেছেন।’

তিনি বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় কাউন্সিলের আগেই ইউরোপের বিভিন্ন দেশের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে পুনর্গঠন করা হবে। অস্ট্রিয়াতেও বঙ্গবন্ধুর আদর্শের সকল সৈনিকদের নিয়ে সম্মেলনের মাধ্যমে আরো শক্তিশালী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। আসুন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ইউরোপে আমরা সবাই আমাদের ঐক্য অটুট রাখি।’

খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ‘আমাদের নজরুল ভাইকে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।‘ তিনি বলেন, ‘অষ্ট্রিয়া আওয়ামী লীগের সম্মেলন এবছরই অনুষ্ঠিত হবে। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই।’

সভা শেষে অষ্ট্রিয়া আওয়ামী লীগ নেতা শ্রী রতন সাহার সৌজন্যে সবাইকে নৈশ ভোজে আপ্যায়িত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়