শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৮:৪৬ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াহেদ ম্যানশন মালিকের দুই ছেলের জামিন

বাংলা ট্রিবিউন : হাইকোর্টওয়াহেদ ম্যানশন মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাই কোর্ট। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার এক বাসিন্দার দায়ের করা মামলায় তারা এ জামিন পেয়েছেন। তবে জামিনের মেয়াদ শেষে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. মমতাজ উদ্দিন মেহেদী ও ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জাহিদ সারওয়ার কাজল।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জাহিদ সারওয়ার কাজল বলেন, ‘এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’

গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় আগুন লাগে। এতে মোট ৭১ জন প্রাণ হারান এবং আহত হন অনেকে। পরে ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় মামলা করেন।

সোমবার ওই মামলার আসামি দুই ভাই হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান। আসামিদের জামিন শুনানিতে তাদের আইনজীবীরা বলেন, ‘এজাহারে উল্লেখ করা হয়েছে যে, প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফলে ভবন মালিক হিসেবে তাদের দায় কোথায়? এছাড়াও এজাহারে ৬৫ ও ৬৬ নম্বর ভবনের কথা উল্লেখ করা হয়েছে। অথচ তারা ওই নম্বরের কোনও ভবনের মালিক নন। তারা ৬৪ নম্বর ভবনের মালিক।’
এরপর শুনানি শেষে হাই কোর্ট তাদের দুই জনের তিন সপ্তাহের আগাম জামিন দেন। একইসঙ্গে তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তাদেরকে সহযোগিতা করতে দুই আসামিকে নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়