শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৬:১৩ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত জেগে পাহারা দিয়ে শামসুন্নাহার জিতলেন ইমিরা

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের একক প্রাধান্যের ভেতরেও একটি হলই জয় করে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা। দলীয় ব্যানারের বাইরে বেরিয়ে স্বতন্ত্র প্যানেল দিয়ে শতভাগ সাফল্য পাওয়ার গল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম। এই গল্প ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের। এখানে ভিপি, জিএস, এজিএসসহ ১৩টি পদের ৮টিতে প্রার্থী দিয়ে ৮টিতেই স্বতন্ত্র প্যানেল জয়ী হয়েছে। হলটিতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন শেখ তাসনীম আফরোজ ইমি। জিএস পদে নির্বাচিত হয়েছেন আফসানা ছপা। এজিএস ফাতিমা আক্তার। বাকি ৫টি পদে জিতেছে ছাত্রলীগের প্রার্থীরা। তবে এই ফল এমনি এমনি আসেনি বলে জানিয়েছেন হলের নব নির্বাচিত ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি।

সোমবার (১১ মার্চ) ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ফল ঘোষণা শেষে কথা হয় শামসুন্নাহার হলের নব নির্বাচিত ভিপি শেখ তাসনীম আফরোজ ইমির সঙ্গে। ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতীম সংগঠনের প্যানেলের প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে ১০৭৬ ভোট পেয়ে জয়ী হওয়া ইমি জানান, এই জয় কাঙ্ক্ষিত ছিল। হলে তাদের বিপুল সমর্থন ছিল। তবে তা বের করে আনতে প্রচুম শ্রম-ঘাম ঝরাতে হয়েছে। কঠোর পরিশ্রম করতে হয়েছে। নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা। এজন্য তারা সবাই রাত জেগে ব্যালট বাক্সসহ ভোটের কক্ষ পাহারা দিয়েছেন। কোনও ধরনের অনিয়ম হয় কিনা তা সারাক্ষণ চোখে চোখে রেখেছেন। তবে ফল পেয়ে সবাই এখন মহা খুশি। এই সাফল্যের জন্য হলের প্রতিটি ভোটারকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ভিপি পদে বিজয়ী হয়েছেন শেখ তাসনীম আফরোজ ইমি

শেখ তাসনীম আফরোজ ইমি জানান, তাদের স্বতন্ত্র প্যানেলটি ৮ জনেরই ছিল। হলে ১৩টি পদে লড়াই হলেও তারা কৌশলগত কারণে ৮টি পদেই প্রার্থী দিয়েছিলেন। ৮ জনই জয়ী হওয়ায় শতভাগ সাফল্য তাদের। এই সংখ্যাগরিষ্ঠতা হলে যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সাহায্য করবে।

তবে তিনি জানান, অনিশ্চয়তায় থাকলেও আজ তাদের হলে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। ছাত্রীরা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কোনও ধরনের অনিয়ম হয়নি।

জয়ী হয়েছেন বলে এ কথা বলছেন কিনা জানতে চাইলে ইমি বলেন, ‘না, ভোটের ফল অন্য কিছু হলেও একই কথা বলতাম। আমাদের হলে সবাই স্বতঃস্ফূর্তভাবেই ভোটাধিকার প্রয়োগ করেছে। কোনও ধরনের বিশৃঙ্খলা হয়নি। আসলে বিশৃঙ্খলা করার সুযোগ কাউকে দেওয়া হয়নি। স্বাভাবিক যে ফল হওয়ার কথা সেটা আদায় করে নেওয়া হয়েছে। এজন্য হলে দায়িত্বরত শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।’

দায়িত্ব গ্রহণের পর কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন জানতে চাইলে নবনির্বাচিত ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি বলেন, ‘আমাদের হলে পানির খুব সংকট। এই সমস্যাটিকে সবার আগে দূর করার চেষ্টা করবো। এছাড়াও হলে বহিরাগতদের উৎপাত বেশি। এটা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়