শিরোনাম
◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০১:২৩ রাত
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকার আন্তরিক

 

সাত্তার আজাদ, সিলেট: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের অর্থনীতির উন্নয়নে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এক্ষেত্রে সিলেট অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ ব্যবসার প্রসারে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ বাণিজ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতকালে চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ বাণিজ্যমেলার জন্য একটি আলাদা মাঠ করে দেওয়ার দাবি জানা। এসময় মন্ত্রী বলেন ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে যা কিছু করা দরকার বর্তমান সরকার তা করবে। ব্যবসায়ীদের দাবির মুখে মন্ত্রী সিলেটে বাণিজ্যমেলা আয়োজনের জন্য একটি মাঠ বরাদ্দের ব্যাপারে জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. হিজকিল গুলজার, মো. সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, হুমায়ুন আহমেদ, মুজিবুর রহমান মিন্টু, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়, সিলেট বিভাগীয় ফল আমদানীকারক গ্রুপের সভাপতি মো, আবুল কালাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়