শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ মার্চ শুরু হচ্ছে ডুফা-ওয়ালটন সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট

নিউজ ডেস্ক : আগামী ৮ মার্চ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ডুফা প্রিমিয়ার লীগ (ডিপিএল) সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্ট। টুর্ণামেন্ট সফল করতে এগিয়ে এসেছে দেশীয় খেলাধুলার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন। এছাড়া পাওয়ার্ড বাই হিসাবে থাকছে দেশের ১ নং আইসক্রিম ব্র্যান্ড ইগলু।

খেলা শুরু হবে সকাল ৮টায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাংসদ নাঈমুর রহমান দুর্জয় টুর্ণামেন্টের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম কুমার সরকার। এছাড়াও থাকবনে ওয়ালটন গ্রুপরে নর্বিাহী পরচিালক উদয় হাকমি এবং অতরিক্তি পরচিালক মলিটন আহমদে। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিচ্ছে ডুফার ঢাকা অঞ্চলের ৬টি টিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে খেলাটি দু’টি গ্রæপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় এ গ্রæপে মুখোমুখি হচ্ছে খিলগাঁও ডায়নামাইটস, শের-এ- মোহাম্মাদপুর এবং উত্তরা লায়ন্স। অপরদিকে গ্রæপ বি তে অংশ নিচ্ছে বণশ্রী এভেঞ্জারর্স, মিরপুর চাইগার্স এবং রমনা রাইডার্স। এছাড়া ওয়ালটন কর্পোরেট টিমের সঙ্গে ডুফা সদস্যদের মধ্যেও একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ডুফার আয়োজক কমিটির আহবায়ক ড. মাহবুবুর রহমান লিটু, ক্রীড়া সম্পাদক ও সদস্য সচিব বায়েজিদ সিকদার এবং সহ-আহবায়ক সুজন মাহমুদ জানান, ডুফার সব সদস্যদের বয়স ৪২-৪৩ বছর। কিন্তু এ বয়সেও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। অনেক টিম বিশ্ববিদ্যালয় জীবনে ভালো ক্রিকেট খেলতো এমন বন্ধুদের দলে ভেড়ানোর জন্য ঢাকার বাইরে থেকেও বন্ধুদের দলে ভেড়াচ্ছেন।

টুর্ণামেন্টকে সফল করতে আয়োজকরাও সর্বাত্তক চেষ্টা করছেন। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্থ সময় কাটাচ্ছেন খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারা। টুর্ণামেন্টকে সফল করতে ড্যানিশ, মি: নুডুলস, টেস্ট্রিট্রিট, অলটাইম, অরভিল এগ্রো ক্যামিকেল, জেড এন্ড কে ইন্ডাস্ট্রিজ, অলওয়েল বিডি লিমিটেড এবং ভাইসব ডিজিটাল প্রভৃতি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ডুফা (ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স) ইতিমধ্যে নানাবিধ সামাজিক সচেতনতা ও সামাজিক দায়বন্ধতামূলক কাজ করে প্রশংসিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়