শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৭ মার্চ, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠান ‘শুভমুক্তি’

আবু সুফিয়ান রতন : বাংলাদেশের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠান শুভমুক্তি। অনুষ্ঠানটি ৭ মার্চ দুপুর ১২.৫০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়। মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের গল্প গানের আসর নিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন হৃদয় নন্দিতা হৃদি, আর পরিচালনা করেছেন আলভি হায়াত রাজ।

অনুষ্ঠানটি সাজানো হয় প্রতি সপ্তাহে বাংলাদেশের চলচ্চিত্রের মুক্তিপ্রাপ্ত ছায়াছবির নানাবিধ খবরাখবর নিয়ে। কিভাবে চলচ্চিত্রটি নির্মাণ হলো, কোথায় নির্মাণ হলো, কাহিনীর উল্লেখযোগ্য অংশ, নাচ-গান, শুটিংয়ের স্থান সহ নায়ক-নায়িকা, প্রযোজক পরিচালকদের মজার অভিজ্ঞতা, সাক্ষাৎকার এবং স্টুডিওতে কথপোকথন সহ এডিটিং, সংগীত, নৃত্য, ইত্যাদি নানাবিধ বিষয় তুলে ধরা হয় এ অনুষ্ঠানে।

চিত্তবিনোদনের জন্য অনেকেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে থাকেন। কিন্তু অনেকেরই যে চলচ্চিত্রটি দেখবেন সে সম্পর্কে আগে থেকে ধারণ থাকে না। এ অনুষ্ঠানের মাধ্যমে একেবারেই নতুন চলচ্চিত্রটির খুটিনাটি তথ্য আগে থেকেই জেনে নেয়া যাবে।

বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যত উজ্জ্বল করতে ভালো চলচ্চিত্র নির্মানের পাশাপাশি প্রয়োজন এসব চলচ্চিত্র দেখার জন্য ভালোমানের দর্শক। কিন্তু ভালোমানের দর্শক তৈরি করতে প্রয়োজন এসব চলচ্চিত্রের ব্যাপক প্রচারণা। শুভমুক্তি অনুষ্ঠানটি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের খুটিনাটি তথ্য প্রদানের পাশাপাশি চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকদের আগ্রহ তৈরিতে ভূমিকা রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়