শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৫ মার্চ, ২০১৯, ০৪:৫৯ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০১৯, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেবাচিমে সড়ক দুর্ঘটনায় আহত ও বিষপানে অসুস্থ্য দুই রোগীর মৃত্যু

খোকন আহম্মেদ হীরা: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ও বিষপানে অসুস্থ্য হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-ভোলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাইফুল ইসলাম জুয়েল (৪০) নামে এক ভেটেরিনারি চিকিৎসক ও বিষপানে আত্মহত্যা করেছেন বরগুনার নিশাত জাহান (২০) নামের এক কলেজ ছাত্রী। রবিবার দিবাগত মধ্যরাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত ভেটেরিনারি চিকিৎসক সাইফুল ইসলাম জুয়েল বরিশাল নগরীর ২৬নং ওয়ার্ডস্থ হরিনাফুলিয়া এলাকার বাসিন্দা সেকান্দার আলী হাওলাদারের পুত্র। তিনি ভোলা জেলা সদরের পশু হাসপাতালের ভেটেরিনারি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার দুপুরে নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাবার পথে ভোলার বাংলাবার এলাকায় বিপরিতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় জুলে।

অপরদিকে আত্মহননকারী কলেজ ছাত্রী নিশাত জাহান বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের বাদশা মিয়ার কন্যা এবং বরগুনা কলেজের অনার্সের ইংরেজী দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্বজনরা দাবী করেছেন, পারিবারিক কলোহের জেরধরে রবিবার সকালে নিজ বাড়িতে বিষপান করেন নিশাত।

তবে বিষয়টি রহস্যজনক বলে দাবী করেছেন হাসপাতালের সংশ্লিষ্টরা। তাদের দাবি ওই ছাত্রী অবিবাহিত হলেও হাসপাতালের রেজিষ্ট্রার খাতায় সে বিবাহিত এবং স্বামীর নাম শাহজাহান বলে উল্লেখ করা হয়েছে।

তাছাড়া কলেজ ছাত্রীকে মৃত ঘোষনার পর আইনী জটিলতা এড়াতে নিশাতের লাশ নিয়ে তার স্বজনরা পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়