শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০১৯, ০৪:৫৪ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০১৯, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় জবাই করে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় স্ত্রী তহমিনা খাতুনকে গলাকেটে (জবাই) হত্যার দায়ে স্বামী আকাশ ওরফে মিঠুকে (৩৪) মৃত্যুদন্ড সহ ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মো. জিয়া হায়দার। সোমবার (৪ মার্চ) দুপুরে জনাকির্ণ এক আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন বিচারক।

মৃত্যুদন্ড প্রাপ্ত আকাশ ওরফে মিঠু জেলার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের কুঠিপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

মামলা সূত্র জানা যায়, ২০১৬ সালের ১৪ জুলাই রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামে স্ত্রী তহমিনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে স্বামী আকাশ। ঘটনার পরদিন নিহতের পিতা সবেদ আলী চুয়াডাঙ্গা সদর থানায় জামায় আকাশ ওরফে মিঠুর নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় তিনি উল্লেখ করেন যৌতুকের টাকা না পেয়ে আমার মেয়েকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী আকাশ ওরফে মিঠু।

আলোচিত এ হত্যাকান্ডের পর দিন পুলিশ আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রাম থেকে গ্রেপ্তার করে আকাশ ওরফে মিঠুকে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ পরিদর্শক মাসুদ পারভেজ এ মামলার তদন্ত শেষে অভিযুক্ত আকাশ ওরফে মিঠুর নামে একই বছরের ১০ অক্টোবর আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বিজ্ঞ আদালত এ মামলায় মোট ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন পরীক্ষা নিরীক্ষা শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধনী ১১(ক) ধারায় আকাশকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

রায়ের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নিহতের মা জাহানার বেগম জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে তার মেয়ে তহমিনাকে নানা ভাবে নির্যাতন চালিয়ে আসছিলো মিঠু। যৌতুক না পেয়ে বিয়ের ৬ মাসের মাথায় আমার মেয়েকে জবাই করে হত্যা করে মিঠু। আদালতের রায়ে জাহানারা খাতুন ও তার পরিবার খুশি বলে জানান তিনি।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাডভোকেট আব্দুল মালেক ও আসামী পক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট সেলিম উদ্দীন খাঁন ও অ্যাডভোকেট মানি খন্দকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়