শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০১৯, ০৪:২২ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০১৯, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাদেরকে দেখতে আসায় বিএনপি নেতাদের ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

সমীরণ রায়: বেগম খালেদা জিয়া অসৌজন্যতা দেখালেও, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অসুস্থ অবস্থায় দেখতে এসে সহমর্মিতা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। এ জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত প্রয়াত সাংবাদিক মো. শাহ আলমগীরের স্মরণ সভায় বিএনপি নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রোববার রাতে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কিমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ কয়েকজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে আসেন হাসপাতালে। এ সৌজন্যতা ও সহমর্মিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। রাজনীতিতে সৌজন্যতা ও সহমর্মিতা থাকা উচিত।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমানের মৃত্যু সংবাদ শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে গেলে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরও দরোজা খোলা হয়নি। খালেদা জিয়া সৌজন্যতা রক্ষা করেননি। তাই সৌজন্যতা দেখাতে খালেদা জিয়া ব্যর্থ হলেও, বিএনপি'র সিনিয়র নেতারা হাসপাতালে গিয়ে যে সৌজন্যতা ও সহমর্মিতা দেখিয়েছেন। এ জন্য তাদের সাধুবাদ জানাই। এর আগে প্রয়াত সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরকে তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেন ও তার আত্মার শান্তি কামনা করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে'র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্রæত সুস্থতা কামনা করে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলেও যোগ দেন হাছান মাহমুদ। এসময় ওবায়দুল কাদেরের জন্য সবার কাছে দ্রæত সুস্থতার জন্য দোয়া চান এবং তিনি সুস্থ হয়ে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন হাছান মাহমুদ। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রুহুল আমিন রুহুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়