শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৪ মার্চ, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু রাজধানী নয়, পুরো বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ১০০ বছরের পরিকল্পনা করতে হবে: তাজুল ইসলাম

শাকিল আহমেদ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দেশের জনসংখ্যার অবস্থান ও ভূগৌলিক পরিবেশ নিয়ে গবেষণা করতে হবে। আগামীর শহরকে যানজট থেকে কিভাবে মুক্তি করা যায়, সেটা নিয়ে পরিকল্পনা করতে হবে। শুধু রাজধানী নয়, পুরো বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থানা নিয়ে ৫০ থেকে ১০০ বছরের পরিকল্পনা করতে হবে। তা না হলে ট্রাপিক ব্যবস্থানা নিয়ে ভবিষ্যতে বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে।

গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউন বাংলাদেশের (আইইবি) চারদিন ব্যাপী ৫৯তম কনভেনশনের ২য় দিনে শহীদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, গাড়ির চাপ কমানোর জন্য ফ্লাইওভার নির্মাণ করা হয়। কিন্তু ফ্লাইওভারের খুটির কারণে নিচের সড়ক অনেকটা দখল হয়ে যায়। রাস্তা সরু হয়ে যাওয়ার কারণে নিচের গাড়িগুলো উপরে যায়। ফলে নিচের গাড়ি ও উপরের গাড়ি যানজটে আটকে থাকে। তাহলে ফ্লাইওভার করে লাভ হল কি? আমাদের যানজট নিরসনে আরো কার্যকরি প্রদক্ষেপ নিতে হবে।

মন্ত্রী আরো বলেন, কয়েক দিন আগে পুরান ঢাকায় বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটলো। আমি সেখানে পরিদর্শনে গিয়ে হতবাক! ৩-৪ ফিটের রাস্তা অথচ রাস্তার পাশে ১০-১২ তলার বড় ভবন। এই সরু রাস্তা দিয়ে এই বড় বড় ভবনের বসবাস রত মানুষ ও গাড়িগুলো কিভাবে যাতায়ত করে। যতদ্রুত সম্ভব পুরান ঢাকা নিয়ে পরিকল্পনা করতে হবে।

আইইবির প্রকৌশলীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আপনারা জাতির স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, মুক্তিযোদ্ধের স্বপ্ন, দেশের উন্নয়নের স্বপ্ন। আপনাদের দিয়েই সম্ভব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার।

আইইবির সাবেক সভাপতি প্রকৌশলী কবির আহম্মেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারন সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইইবির সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন আইইবি সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়