শিরোনাম

প্রকাশিত : ০৪ মার্চ, ২০১৯, ০৫:০৬ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০১৯, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিবিদদের মধ্যে ওবায়দুল কাদেরই একমাত্র ব্যাক্তি, যিনি চিকিৎসাসহ যেকোনো বিষয়ে বিদেশ যাওয়া অপছন্দ করেন : আবুল মকসুদ

জিয়ারুল হক : সকাল হতে রাত পর্যন্ত তিনি অব্যাহতভাবে কাজ করতে পছন্দ করেন এবং তিনি করে যাচ্ছেন। মানুষ এটা নিয়ে হাস্যরসও করেছেন। কিন্তু মানুষের কথাকে আমলে নেননি। শরীরের ব্যপারে তিনি যথেষ্ট উদাসিন ছিলেন, তার ডায়বেটিস ছিলো। লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, রাজনীতিবিদদের ভিতরে ওবায়দুল কাদের একমাত্র ব্যাক্তি, যিনি চিকিৎসাসহ যেকোনো বিষয়ে বিদেশে যাওয়াকে অপছন্দ করেন । একাত্তর টিভি

তিনি আজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আমার খুব খারাপ লেগেছে। আমি অনেক সময় হাসপাতালে ছিলাম, দিপুমনিও ওখানে ছিলেন। আমরা ভিসির কামরায় ছিলাম। ওখানে ভির করাটা ঠিক হবে না। তিনি বলেন, এখন যে অবস্থা তাতে বিদেশে নেয়াটা উচিত হবে না। বিদেশে নেয়া তিনি মনস্তাত্বিক ব্যাপার বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের দেশের ডাক্তাররা যথেষ্ট ভালো, কাজেই চাইলে দেশেই উন্নত চিকিৎসা সম্ভব।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তিনি অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন, কারো সঙ্গে কোনো খারাপ আচরণ তিনি করেননি। অনেক মানুষকে তিনি অনুরোধ করেছেন যাতে মালিক, শ্রমিক এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যাক্তি যারা আছেন তারা যেনো সবাই মিলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। যাতে সড়কে প্রাণহানি কম ঘটে। কিন্তু আমাদের দেশের সংস্কৃতিক যে অবস্থা তাতে কথা বললেই তা বাস্তবায়ন সম্ভব নয়।

সৈয়দ আবুল মকসুদ বলেন, আমি তার সঙ্গে অনেক জায়গায় গিয়েছি। দেখেছি তিনি কাজে কতোটা তৎপর। তিনি রোদে পুড়েছে, আবার বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজে রাস্তায় থেকেছেন। দৌড়াদৌড়ি করছেন, রাস্তার কাজ সরেজমিনে তদারকি করছেন। একজন মানুষের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতা থাকলেই কেবল এমন কাজ করা সম্ভব বলে মনে করেন আবুল মকসুদ।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব রাজনীতির মাঠে সবচেয়ে সক্রিয় ব্যাক্তি। প্রত্যেক রাজনীতিবিদই মাঠে কমবেশি সক্রিয়, তার মধ্যে ওবায়দুল কাদেরকে আলাদা করে স্বরণ করতেই হবে। বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে বলা যায়, তিনিই বাংলাদেশের রাজনীতিকে গরম রেখেছেন তার কর্মকান্ড দিয়ে। জবাব পাল্টা জবাব দিয়ে তিনি প্রতিপক্ষকে সক্রিয় রেখেছেন।

তিনি বলেন, আমাদের বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিওলজিষ্টরা বিশ্বের অন্যান্য দেশের ডাক্তারদের চাইতে কোনো অংশে কম নয়। এসময় তিনি আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। তিনি দেশবাসীর কছে ওবায়দুল কাদেরের জন্য দোয়া প্রার্থণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়