শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৪ মার্চ, ২০১৯, ০৫:০৬ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০১৯, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের ব্যর্থ হয়েছে সরকারি-বেসরকারি ১৫টি ব্যাংক

রমজান আলী : খেলাপি ঋণের বোঝা বেড়ে যাওয়ায় প্রয়োজন অনুযায়ী প্র্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়েছে সরকারি-বেসরকারি ১৫টি ব্যাংক। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে সাত হাজার ৮৮৩ কোটি টাকা। আর বেসরকারি ১১ ব্যাংকে ঘাটতি এক হাজার ৬৪০ কোটি টাকা।

প্রসঙ্গত, আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে ঋণ বিতরণের শুরু থেকে আদায় পর্যন্ত সব স্তরে বিভিন্ন হারে এই প্রভিশন সংরক্ষণ করতে হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, খেলাপি ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন রাখতে হয়। অর্থাৎ ঋণখেলাপিতে পরিণত হলেও আমানতকারীদের টাকা ফেরত দিতে যাতে সমস্যা না হয়, সে জন্য ব্যাংকগুলো তাদের মুনাফা থেকে এই প্রভিশন সংরক্ষণ করে। তবে একবারেই শতভাগ প্রভিশনের প্রয়োজন হয় না, ব্যাংকগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ধাপে ধাপে প্রভিশন সংরক্ষণ করবে।

আন্তর্জাতিক রীতি অনুযায়ী, ব্যাংকের স্বাস্থ্য ঠিক রাখতে ঋণের মান বিবেচনায় নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ব্যাংকগুলো তার মুনাফা থেকে চাহিদামতো সঞ্চিতি সংরক্ষণ করে থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল শেষে যে ১৫টি ব্যাংক সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়েছে, তার মধ্যে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী, অগ্রণী ও বেসিক ব্যাংক। বেসরকারি খাতের ভালো ব্যাংক হিসেবে পরিচিত ঢাকা, মিউচুয়াল ট্রাস্ট ও ট্রাস্ট ব্যাংক। আবার আগের মতো বাংলাদেশ কমার্স, এবি, ন্যাশনাল, প্রিমিয়ার, শাহ্জালাল, সোস্যাল ইসলামী, স্ট্যান্ডার্ড ব্যাংকও নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারেনি। এদিকে ২০১৩ সালে কার্যক্রমে আসা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকও এবার চাহিদা অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারেনি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন কয়েকটি ব্যাংক বছরের পর বছর চাহিদামতো নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে পারছে না। সেই সঙ্গে গত তিন বছরে বেসরকারি খাতের কয়েকটি ব্যাংকও  একই সমস্যায় পড়েছে। গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট সঞ্চিতি ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৬১৪ কোটি টাকায়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর ৫৭ হাজার ৪৩ কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের প্রয়োজন ছিল। তবে ওই সময়ে ব্যাংকগুলো ৫০ হাজার ৪২৯ কোটি টাকা সংরক্ষণ করতে পেরেছে। গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতের এবি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৪ কোটি টাকা, কমার্স ব্যাংকের ৫৯৩ কোটি টাকা, ঢাকা ব্যাংকের ৭২০ কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্টের ৭০৫ কোটি টাকা ও ন্যাশনাল ব্যাংকের ২ হাজার ২০৯ কোটি টাকা। এ ছাড়া প্রিমিয়ার ব্যাংকের খেলাপি ঋণ ৬১৯ কোটি টাকা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১ হাজার ২১ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭৯৩ কোটি টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকের ১ হাজার ৪৮৩ কোটি টাকা, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৮০ কোটি টাকা ও ট্রাস্ট ব্যাংকের ১ হাজার ৫২৯ কোটি টাকা।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে কিন্তু মুনাফা সে অনুযায়ী বাড়েনি, সেসব ব্যাংকই চাহিদামতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়