শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৪ মার্চ, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীমাকে নিয়ে নেদারল্যান্ডে ফিরে যেতে চান তার স্বামী

লিহান লিমা : ২০১৫ সালে ১৫ বছর বয়সে ব্রিটেন থেকে পালিয়ে আইএসএ যোগ দেন আইএসবধূ শামীমা বেগম (১৯)। শামীমার স্বামী ইয়াগো রিয়েদজিক সম্প্রতি বলেছেন, শামীমাকে নিয়ে নেদারল্যান্ডে ফিরতে চান তিনি। বিবিসি, গার্ডিয়ান

শামীমা সিরিয়াতে আইএস এর ঘাঁটিতে আসার কয়েকদিন পর ইয়াগো তাকে বিয়ে করেন। বিবিসির কাছে ইয়াগো শিকার করেন, আইএসএর হয়ে যুদ্ধ করেছেন তিনি, কিন্তু এখন তার স্ত্রী ও সদ্যজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে চান। ২৭ বছরের রিয়েদজিক উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি আটক কেন্দ্রে বন্দি রয়েছেন। যদি তিনি নেদারল্যান্ডে ফেরেন তবে সন্ত্রাসী সংগঠনে যোগ দেয়ায় ৬ বছরের সাজা হতে পারে তার।

বিবিসির মধ্যপ্রাচ্যের প্রতিনিধিকে দেয়া সাক্ষাতকারে ইয়াগো বলেন, আইএসএ যোগ দেয়ার পর কয়েকবার তিনি পালাতে চেষ্টা করেছেন। তিনি আরো বলেন, এরপর চরমপন্থীরা তাকে ডাচ গুপ্তচর বলে অভিযুক্ত করে ও তাকে রাকার কারাগারে বন্দি করে মারধর করা হয়। পূর্ব সিরিয়ায় আইএসএর সর্বশেষ ঘাঁটি বাগহোজ ধ্বংসের পর শামীমা ও তার স্বামী বাগহোজ থেকে পালিয়ে আসেন। ইয়াগো সিরিয়ার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। শামীমা ও তার সদ্যজাত সন্তান জারাহ উত্তর সিরিয়ার আল হোল শরণার্থী শিবিরে চলে আসেন।

১৫ বছরের এক কিশোরীকে বিয়ে করা ঠিক ছিলো কি না এই ইস্যুতে ইয়াগো বলেন, ‘সত্যি বলতে, আমার এক বন্ধু এসে আমাকে বলেছিলো এখানে একটি মেয়ে আছে যে বিয়েতে আগ্রহী। তার বয়সের কারণে আমি অতটা আগ্রহী ছিলাম না। কিন্তু পরে প্রস্তাব গ্রহণ করি। এটি তার নিজের পছন্দ ছিলো। সে তার জন্য সঙ্গী খুঁজছিলো। হ্যাঁ তার বয়স অনেক কম ছিলো এবং তার জন্য আরো ভালো কিছু হতে পারত। কিন্তু সে তা করে নি। সে বিয়ে করেছে এবং আমিও তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে শরণার্থী শিবিরে দেয়া এক সাক্ষাতকারে ব্রিটেনে ফিরে আসার আকুতি জানান শামীমা। তবে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ তার নাগরিকত্ব বাতিলের নির্দেশ দেন। যদিও আন্তর্জাতিক আইনে কারো যদি দ্বি-নাগরিকত্ব না থাকে তবে তার নাগরিকত্ব বাতিল করা যায় না। শামীমার পরিবার বলেছে, তারা নাগরিকত্ব বাতিলের এই সিদ্ধান্তের বিপরীতে আইনী চ্যালেঞ্জ করবে। লেবার নেতা জেরেমি করবিন শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে কঠোর নিন্দা জানিয়ে বলেন, তার ব্রিটেনে ফেরার পূর্ণ অধিকার রয়েছে। অন্যদিকে ইয়াগো সন্ত্রাসী তালিকায় থাকলেও নেদারল্যান্ড তার নাগরিকত্ব বাতিল করে নি। নেদারল্যান্ডে জন্ম নেয়া ইয়াগো ২০১৪ সালে আইএসএ যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়