শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ মার্চ, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাসন ব্যবস্থার কোনো অগ্রগতি নেই বাংলাদেশের, বলেছে দ্য ওয়াল্ড জাস্টিস প্রজেক্ট

আব্দুস সালাম : যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট বিশ্বের বিভিন্ন দেশের আইনের শাসনের যে সূচক তুলে ধরেছে। সেখানে বাংলাদেশের অবস্থানের কোনো অগ্রগতি নেই। বিশে^র ১২৬টি দেশের মধ্যে দশ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১১২তম । এই সূচকে যে আটটি বিষয় ধরা হয়েছে তারমধ্যে মৌলিক অধিকার, দুর্নীতি, নাগরিকের ন্যায়বিচার পাওয়ার বিষয় উল্লেখযোগ্য।

আইনমন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলাকে বলেন, দেশের আইন ধাপে ধপে এগিয়ে যাচ্ছে। সেজন্য আর্ন্তজাতিক সংস্থাটির দেয়া সূচক নিয়ে সন্দেহ রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের সূচক যতক্ষণ ঠিক থাকবে আমি মনে করবো আমাদের আইন ঠিক আছে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালনে একচুল নড়চড় হইনি। বাংলাদেশের আইনের শাসনে যে বিচার হওয়া দরকার সেগুলি প্রতিষ্ঠিত হচ্ছে, বর্তমানে আরো একধাপ এগিয়ে গেছে।

টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোর প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে না, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক যে রীতি-নীতি সেখানে পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে। জনগণের মতামত গণতন্ত্রের একটি বড় অংশ । দুর্নীতির জন্য সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে তার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে।
আওয়ামী লীগের সরকার টানা তৃতীয় বার ক্ষমতায় আসলেও গুম খুনের মত হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না বলছে মানবাধিকারসংস্থা গুলো। মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই, এমন অভিযোগ সরকারকে শুনতে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়