শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ মার্চ, ২০১৯, ০৪:২২ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০১৯, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঙালির আজ বহুল প্রতীক্ষিত জাতীয় পতাকা ওড়ানোর দিন

জিয়ারুল হক : আর পরাধীনতা নয়, স্বাধীন বাংলাদেশ চায় অপামর জনতা। তাই ১৯৭১ এর ২ মার্চ ওড়ানো হয়েছিলো বাঙালির বহুল প্রতীক্ষিত জাতীয় পতাকা। চ্যানেল আই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ঢাকায় একাত্তরের ২ মার্চ পালিত হয় পূর্ণ দিবস হরতাল। বাঁশের লাঠি হাতে স্বাধীনতার শ্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ। তবে পাকিস্তানী সামরিক বাহিনীর চরিত্র অনুযায়ী ফার্মগেটে বাঙালির ওপর গুলি ও বেয়নেট চার্জে হতাহত হন ৯ জন।

পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে ছিলো ছাত্র-জনতার সমাবেশ। সেখানে নেতৃত্ব দেন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও ৪ খলিফা খ্যাত, নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আসম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন। একটি স্বাধীন দেশের গুরুত্বপ‚র্ণ অংশ জাতীয় পতাকা। তাই পহেলা মার্চ পল্টনের জনসভায় যে পতাকা হাতে নেয়া হয়েছিলো সেই সবুজ জমিনের ওপর লাল বৃত্ত তার মাঝে বাংলার সোনালী মানচিত্রের পতাকা প্রথম ওড়ান ডাকসুর সেই সময়ের ভিপি ছাত্রলীগ নেতা আসম আব্দুর রব।

আগের দিনের মতোই ন্যাপের উদ্যোগে পল্টন ময়দান এবং জাতীয় লীগের উদ্যোগে বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ হয়।

এদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত ঢাকায় কারফিউ জারি করে পাকিস্তানের সামরিক বাহিনী। পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার শপথ নেয়া বাঙালী কারফিউ ভেঙে রাস্তায় বিক্ষোভ করে। আবারো সেনাবাহিনীর গুলিতে রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়