শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোফা-তহুরার জন্য নির্মিত হচ্ছে এই ঘর

ডেস্ক রিপোর্ট  : অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া গাইবান্ধার সুন্দরগঞ্জের যমজ বোন তোফা ও তহুরার জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামে তোফা-তহুরার বাবা রাজু মিয়ার বাড়িতে ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী তুহিন বিশ্বাস, মা শাহিদা বেগমের কোলে তোফা-তহুরা, বাবা রাজু মিয়া, দাদা মহির উদ্দিন প্রমুখ।

স্থানীয়রা জানায়, জন্মের পর থেকে তোফা-তহুরা তার নানার বাড়ি রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে অবস্থান করছিল। তোফা-তহুরার বাবার বাড়িতে কোন ঘর ছিল না। কিন্তু চিকিৎসকের পরামর্শ, তোফা-তহুরাকে আলো-বাতাস বাহিত ঘরে রাখতে হবে। তবে তোফা-তহুরার বাবার ঘর নির্মাণের সামর্থ্য নেই। সে কারণে তারা গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের কাছে ঘর নির্মাণ করে দেয়ার আবেদন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আমি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেছি। আশা করছি অল্প দিনের মধ্যে ঘর নির্মাণ কাজ শেষ হবে।

এ সময় তোফা-তহুরার বাবা রাজু মিয়া ঘর নির্মাণের কাজ শুরুর জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, জন্মের পর থেকে জোড়া লাগা অবস্থায় ১০ মাস একসঙ্গে বড় হয়েছে তোফা-তহুরা। তাদের পিঠের কাছ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পর যুক্ত ছিল। পরে ২০১৭ সালের ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দীর্ঘ ৯ ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে এই জোড়া লাগা শিশু তোফা ও তহুরাকে পৃথক করেন চিকিৎসকরা। দেশে এ ধরনের অস্ত্রোপচার এটিই প্রথম। বর্তমানে ভালো আছে তারা।

শীর্ষকাগজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়