শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৫:০৮ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাদেন পুত্র হামজা’র খোঁজে ১০ লাখ ডলার ঘোষণার পর নাগরিকত্ব বাতিল করলো সৌদি

রাশিদ রিয়াজ/আব্দুর রাজ্জাক : যুক্তরাষ্ট্র লাদেন পুত্র হামজা বিন লাদেনের খোঁজে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণার পর তার নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। হামজা আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের পুত্র। এবং হামজা আল-কায়েদার প্রধান নেতা বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি, আল-জাজিরা, ইয়ন, এনডিটিভি

এ বিবৃতির পর হামজার নাগরিকত্ব বাতিল করে সৌদি আরব বলেছে বাদশাহ সালমানের এক রাজকীয় ফরমান জারির পর এ সিদ্ধান্ত নেয়া হয়। এব্যাপারে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। সৌদি আরবের সরকারি গ্যাজেট উম্ম আল কুরা সংবাদটি প্রচার করে। এর আগে ২০১৫ সালে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহারি এক অডিও বার্তায় হামজাকে নতুন নেতা ঘোষণা করে।

আনুমানিক ৩০ বছর বয়সী হামজাকে ২ বছর আগে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়। তিনি মোহাম্মদ আতার মেয়ে বিয়ে করেছেন যার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্যকেন্দ্রে হামলায় ব্যবহৃত বিমানগুলোর একটি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

হামজা পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কোথাও লুকিয়ে থাকতে পারেন। তবে তিনি ইরানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাই তাকে যেভাবেই হোক খুঁজে পেতে হবে। এজন্য তথ্যদাতাকে প্রায় ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অ্যাসিস্টেন্স সেক্রেটারি মাইকেল এভানফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়