শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৪:০৯ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর প্রেসক্লাব নির্বাচনে জাহিদ সভাপতি, আহসান কবীর সম্পাদক

জাহিদুল কবীর মিল্টন: বৃহস্পতিবার যশোর প্রেসক্লারবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুুকুন ও সম্পাদক পদে আহসান কবীর নির্বাচিত হয়েছেন।তারা দু’জনই তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন। এদিকে, প্রাপ্ত ভোট সমান হওয়ায় কোষাধ্যক্ষ পদে কাজী আশরাফুল আজাদ ও ওহাবুজ্জামান ঝন্টুর ফলাফল স্থগিত রয়েছে। তাদের বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. ইদ্রিস আলী। বৃহস্পতিবার বিকেলে ফলাফল ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৫ ও তার প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পেয়েছেন ২২ ভোট। সম্পাদক পদে আহসান কবীর পেয়েছেন ৪৭ এবং তার প্রতিদ্বন্দ্বী এসএম তৌহিদুর রহমানের প্রাপ্ত ভোট ৪০ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও নূর ইসলাম উভয়ে ৪১ ভোট, যুগ্ম সম্পাদক পদে জাহিদুল কবীর মিল্টন ৪৭ ভোট ও সরোয়ার হোসেন ৪৩ ভোট, দপ্তর সম্পাদক পদে তৌহিদ জামান ৫০ ভোট, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে তহীদ মনি ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে এম আইউব (৪৯), আব্দুল ওয়াহাব মুকুল (৪৯), আব্দুল কাদের (৪৩), ফিরোজ গাজী (৪৩), সফিক সায়ীদ (৪১) ও সৈয়দ শাহাবুদ্দিন আলম (৪০) ভোট পেয়ে নির্বাচিত হন। এবারের নির্বাচনে ৮৮ জন ভোটারের মধ্যে ৮৭জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, প্রেসক্লাব যশোরের নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক আকরামুজ্জামানসহ সদস্য বৃন্দ। অনুরুপ অভিনন্দন জানিয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নাসহ সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়