শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরি স্থায়ী হওয়ার পূর্বে অভিযোগ খতিয়ে দেখা হবে, বললেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

জিয়ারুল হক : জেষ্ঠ্যতা লঙ্ঘনের পাশাপাশি তড়িঘড়ি করে নিয়োগ পাওয়া গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর চাকরি স্থায়ী হবে কিনা তা খতিয়ে দেখা হবে। এমনটাই জানালেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। এদিকে, দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, অতীতে দুর্নীতির অভিযোগ ছিলো এমন একজনকে গুরুত্বপুর্ণ এই পদে নিয়োগ দেয়া অনাকাঙ্খিত। ইনডিপেন্ডেন্ট টিভি

মন্ত্রীপরিষদের শপথের দিন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী তড়িঘড়ি করে প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেন শাহদাত হোসেনকে। এক্ষেত্রে তিনি জেষ্ঠ্যতাও লংঘন করেন।

২০১০ সালে বিএনপি জোট সরকারের সময়ে নোয়াখালীতে চাকরিরত অবস্থায় তার বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে সে সময় দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেয় দুদক।

নতুন গণপূর্তমন্ত্রী জানালেন, প্রধান প্রকৌশলী পদে শাহদাত হোসেনের নিয়োগ স্থায়ী করার আগে খতিয়ে দেখা হবে আগের সেই দুর্নীতি।

দুদকের আইনজীবী বলছেন, বিতর্কিত এই প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে আনা অভিযোগ কমিশনকে অবহিত করার পাশাপাশি আপিল করার বিষয়েও তাদের চিন্তাভাবনা রয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের সময়ে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর এমন বিতর্কিত নিয়োগ অনাকাঙ্খিত। তবে নতুন গনপূর্তমন্ত্রী আশ্বস্ত করলেন, তার মন্ত্রনালয় হবে শতভাগ দুর্নীতিমুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়