শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রচারণা ছাড়াই আমার ছবির নাম সবাই জেনে গেছে’

ডেস্ক রিপোর্ট : ১ মার্চ মুক্তি পাচ্ছে পূজা চেরি অভিনীত চলচ্চিত্র ‘প্রেম আমার-২’। ছবিটি নিয়ে পূজা কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে...

পূজা চেরি: অবশেষে প্রেম আমার-২ মুক্তি পাচ্ছে। অনেক ভালো লাগছে আমার। প্রত্যেকটা ছবিই আমার প্রথম ছবির মতো । আগামীকাল ছবিটি কেমন চলছে তা দেখতে হল ভিজিট করব। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।

ছবিটির প্রচারণায় ঘাটতি রয়েছে। এর পেছনের কারণ কি?

পূজা: বিশেষ করে আমার এসএসসি পরীক্ষা চলছিল। এ কারণে আমি প্রচারণায় অংশ নিতে পারিনি। গতকাল পরীক্ষা শেষ করার পরপরই আমি একাধিক চ্যানেলে অংশ নিয়েছি। আজও প্রচারণা চালাচ্ছি। তবে প্রচারণা ছাড়াই আমার ছবিটির নাম সবাই জেনে গেছে। আমি মনে করি ছবিটি ভালো চলবে।

ছবিটি এর আগে কলকাতায় মুক্তি পেয়েছে, বাংলাদেশে বিলম্বে মুক্তি পাওয়ায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা?

পূজা: ৬-৭ মাস আগে ছবিটির শুটিং করেছি। ৮ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে। একই সঙ্গে এ দেশে মুক্তির সম্ভাবনা থাকলেও সেন্সর জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে আমি মনে করি এতে করে খারাপ প্রভাব নাও পড়তে পারে। অনেক দর্শকই আমাকে বলেছে ভালো কিছু পেতে হলে অপেক্ষা তো করতেই হবে।

কলকাতার নায়ক আদ্রিত কেমন?

পূজা: ‘নূর জাহান’ ছবিতে আমি প্রথমবারের মতো আদ্রিতের সঙ্গে কাজ করি। তখনই তার সঙ্গে প্রথম দেখা। সেই সময় থেকেই ওর সঙ্গে আমার একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। ও আমার খুব ভালো বন্ধু। আমি যখন কলকাতায় প্রথম শুটিং করতে যাই তখন কলকাতার কালচার সম্পর্কে কিছুই জানতাম না। ও আমাকে কলকাতার কালচার বুঝিয়ে দিয়েছে। আবার ও যখন ঢাকায় এসেছে তখন আমি ওকে ঢাকার কালচার শিখিয়েছি। এতে করে আমাদের ভেতরের বোঝাপড়াটাও ভালো হয়েছে।

এই বোঝাপড়া শুটিংয়ের ক্ষেত্রে কতটা কাজে লেগেছে?

পূজা: ওর সঙ্গে আমার বোঝাপড়াটা শুটিংয়ের ক্ষেত্রে অনেক কাজে লেগেছে। বিশেষ করে শুটিংয়ে করতে গেলে নরমালি ইতস্তত বোধ করার মতো ঘটনা ঘটে, কিন্তু ওর সঙ্গে বোঝাপড়া থাকায় ইতস্তত বোধ করিনি। আর নায়কের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় মজার সঙ্গে কাজ করতে পেরেছি। শুটিংয়ে আমরা খুব খুনসুটিও করেছি।

পরবর্তী কাজের কি অবস্থা?

পূজা: পরীক্ষার কারণে আপাতত অন্য কোনো প্রজেক্ট নিয়ে ভাবছি না। সামনে আরও একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। এরপরে নতুন কাজ নিয়ে ভাবব।

এত অল্প বয়সেই জনপ্রিয় হয়ে উঠেছেন? কেমন উপভোগ করছেন?

পূজা: আমার এই জনপ্রিয়তার পেছনের কারণটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়া। তাদের মাধ্যমেই আমি সিনেমায় নায়িকা হওয়ার সুযোগটা পেয়েছি। প্রথমে তাদের ধন্যবাদ দেব। আর জনপ্রিয়তা ভালোই উপভোগ করছি।

সিনেমায় কাজ করার কারণে পড়ালেখায় কোনো ক্ষতি হয়নি?

পূজা: না। কারণ আমি পড়ালেখা ও ক্যারিয়ার দুটোই সমানতালে হ্যান্ডেল করেছি। দুটোই আমার জন্য সমান ছিল। আশা করছি ভালো রেজাল্টই করব।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার বেশ ঝামেলা পোহাচ্ছেন। অনেকেই বলছেন পূজার ক্যারিয়ারেও সমস্যা হতে পারে। বিষয়টা কীভাবে দেখছেন?

পূজা: প্রবলেম আসলে জাজ মাল্টিমিডিয়ার না। জাজ ঠিকঠাকভাবেই চলছে। ফলে প্রবলেমটা আমারও না। জাজ তাদের মতোই চলবে। আমিও আমার মতো ছবি করব। আমি সব সময় ইতিবাচক চিন্তাই করি। আশা করি ভবিষ্যতেও আমার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।

রাত পোহালেই ছবি মুক্তি, দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন?

পূজা: দর্শকদের জন্যই আমি আজ পূজা চেরি। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলব, অবশ্যই আমার ছবিটি সবাই হলে গিয়ে দেখবেন। অনেক কষ্ট করেছি ছবিটির জন্য। আপনারা ছবিটি দেখলেই আমাদের কষ্ট সার্থক হবে। সবার কাছে শুভ কামনা চাই।সূত্র: দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়