শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকা, রাশিয়া ও চীনের আলোচনা প্রস্তাব দুইপক্ষেরই মানা উচিত

মাহফুজুর রহমান : জয়েশ-ই-মোহাম্মদ (কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকারী সংগঠন) পুলওয়ামার হামলায় ভারতের আধাসামরিক বাহিনীর সদস্যদের মেরেছে, যাদের ভারত বলছে, সন্ত্রাসী সংগঠন। এর কাউন্টার হিসেবে ভারত একডজন যুদ্ধ বিমান ব্যবহার করে বালাকোটে হামলা করেছে এবং ভারতের দুটি যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে, একজন পাইলট আটক করেছে পাকিস্তান।
পর্যালোচনা : জয়েশ-ই-মোহাম্মদ প্রথমে গেরিলা হামলা করলেও পাকিস্তানের সেনাবাহিনী করেনি, তবে ভারত পুরোই পাকিস্তানের ওপরে দোষ চাপিয়েছে, পিএম ইমরান অবশ্য ভারতকে তদন্ত ও আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ভারত সেই পথে হাঁটেনি, সরাসরি একডজন যুদ্ধ বিমান পাঠিয়ে বালাকোটে হামলা করে।
পাকিস্তানের সেনাবাহিনী ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করে একজন পাইলট আটক করে, যার একজন সিএমএইচে, আরেকজন সেনা হেফাজতে বেশ আরামেই আছেন।
ভারতের ক্ষতি : গোলাবারুদ, দুইটি বিমান, দুইজন পাইলট আটক যাদের কাছ থেকে পাকিস্তান অবশ্যই তথ্য নেবে। সবচেয়ে মজার কথা, ভূপাতিত যুদ্ধ বিমানের চুলচেরা নিরীক্ষণ করে এর টেকনোলজি বের করবে ও কৌশল রপ্ত করবে। এখন ভারতকে সেই মডেলের সব যুদ্ধবিমানের ডাইস পাল্টে ফেলতে হবে, এসবের কতো খরচ? কী লাভ হলো ভারতের? পাকিস্তান তো শুরুই করেনি, শুনতে পাচ্ছি আবারও হামলা করবে? এখনো সময় আছে আমেরিকা, রাশিয়া ও চীনের আলোচনা প্রস্তাব মেনে নিক ভারত । এখন সামান্য ক্ষতি, এরপরে ভয়াবহ হতে পারে, আর তা দু’পক্ষেরই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়