শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০১:২৪ রাত
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু বাইশ গজেই না, ক্রিস গেইল সফল হয়েছেন ব্যবসাতেও

শিউলি আক্তার : টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিকেটীয় দানব ক্রিজ গেইল যিনি শুধু ক্রিকেট খেলায় সীমাবদ্ধ নয়। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার বিভিন্ন যৌথ ও একক ব্যবসায়ও নিজেকে জড়িয়ে রেখেছেন। সম্প্রতি তিনি একটি আবাসন প্রকল্পে বিনিয়োগ করেছেন। সাংবাদিকদের সাথে নিজের পেশাগত জীবন নিয়ে এক সাক্ষাৎকারে গেইল বলেন, তিনি একটি রেস্টুরেন্ট ও ব্যবসায়িক আবাসন প্রকল্পে বিনিয়োগ করেছেন।

গেইল বলেন, ‘আমি কিছু বিনিয়োগ করেছি..... জ্যামাইকাতে একটি রেস্টুরেন্ট এবং ‘ট্রিপল সেঞ্চুরি ৩৩৩’ স্পোর্টস বার খুলেছি। এছাড়া আমি একটা আবাসনে বিনিয়োগ করেছি।

তিনি আরো বলেন, ‘আমি বিভিন্ন কোম্পানির কিছু শেয়ার কিনেছি এবং নিজর জন্য গাড়িও কিনেছি। বিশ্বব্যাপী লিগ খেলে বেড়ানোর ফলে আমার শখের বাড়িতে আমি থাকতে পারি না। এটা আমার একটা দুঃখ।’ গেইল বিশ্ব খ্যাত ফ্যাশন ব্র্যান্ড- অ্যাটিটিউড.কম এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। সেই সঙ্গে এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্বও পালন করছেন তিনি।

গেইল মনে করেন, কষ্টে আয় করা অর্থ সাবধানে বিনিয়োগ করা উচিত। কারন এটা কষ্ট করে আয় করা টাকা। বিনিয়োগ করা টাকা কখনো লাভ হতে পারে আবার কখনো ক্ষতি হতে পারে। জীবন কখনো পরিপূর্ন ভাবে যায় না। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে।

ব্যবসায় বিনিয়োগ ছাড়াও ক্যারিবীয় দানবের কিছু দাতব্য সংস্থা আছে। ‘দ্য ক্রিজ গেইল অ্যাকাডেমি’ নামে তার একটি হার্ট ফাউন্ডেশন আছে। যার মূল কাজ হার্ট বিষয়ক সমস্যা সমাধানে কাজ করা। এই লক্ষ্যে তিনি ‘দ্য ক্রিস গেইল ডিনার’ এর আয়োজন করেন। যার অর্থ ‘দ্য ক্রিজ গেইল অ্যাকাডেমি’ হার্ট ফাউন্ডাশনে যায় এবং সাহায্যের জন্য তুলে দেওয়া হয়।

এই অ্যাকাডেমির লক্ষ্য তার দেশ জ্যামাইকা এবং যুক্তরাজ্যের দরিদ্র ও অসহায় মানুষের উচ্চ শিক্ষা প্রদান, প্রশিক্ষণ ও চাকরির সুবিধা করে দেওয়া। ক্যারিবীয় এই তারকা ক্রিকেটার আরও অনেক কিছুতে বিনিয়োগের অপেক্ষায় আছেন। স্পার্টন স্পোর্টসসহ বেশ কিছু কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়ায় আছেন তিনি। (স্পোর্টসকীঢা.কম থেকে)

  • সর্বশেষ
  • জনপ্রিয়