শিরোনাম

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ভিয়েতনাম সফর করবেন কিম

লিহান লিমা: ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় সম্মেলনের পর ১-২ মার্চ আনুষ্ঠানিকভাবে ভিয়েতনাম সফর করবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
কোন ধরনের চুক্তি ছাড়াই ট্রাম্প-কিম বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টা পর ভিয়েতনামে পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে দুই দিনের ভিয়েতনাম সফর করবেন কিম। এদিকে

সংবাদ সম্মেলনের পরপরই দেরী না করে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন ট্রাম্প। তিনি বলেন, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার উত্তর কোরিয়ার দাবি মেনে না নেয়ায় পরমাণুনিরস্ত্রীকরণ চুক্তি হয় নি।

দুই দিনের ভিয়েতনাম সফরে শুক্রবার দুপুরে দেশটির প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা নুয়ান পে ট্রংয়ের সঙ্গে দেখা করবেন কিম। এরপর সন্ধ্যায় হ্যানয়ের কনভেনশন সেন্টারে রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। শনিবার কিম ভিয়েতনামের প্রতিষ্ঠাতা হো চি মিন এর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর দেখা করবেন প্রধানমন্ত্রী নুয়ান শুয়ান পেকের সঙ্গে। সন্ধ্যায় ট্রেনে করে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়