শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০১:০২ রাত
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে প্রচারণা শুরু, শিক্ষার্থীদের দ্বারে দ্বারে প্রার্থীরা

রিয়াজ হোসেন : ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা । ঝর, বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। এদিকে প্রকাশ করা হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা। ভর্তি সংক্রান্ত জটিলতায় প্রার্থিতা বাতিল হয়েছে ছাত্রদল ও বামজোট সহ ৩১ প্রার্থীর।

বৃহস্পতিবার ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, দুপুরে কলাভবন ও আশপাশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের প্রতিশ্রুতি তুলে ধরেন। এসময় ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ৩ মার্চ থেকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। এখন শিক্ষার্থীদের সাথে পরিচিত হচ্ছি।

নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ থাকলেও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে ছাত্রদল। ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রলীগকে জেতাতেই আমাদের প্রার্থীদের ভোটার তালিকা থেকে কৌশলে বাদ দেয়া হয়েছে। এখন আমাদের আদালতের আশ্রয় নেয়া ছাড়া আর কোন উপায় নেই।

এদিকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছে বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী সহ জোটের প্রার্থীরা। সকালে টিএসসি, গ্রন্থগার, স্যাডো, রেজিট্রার ভবন, মধুর ক্যান্টিন এলাকায় প্রচারনা চালায়। অন্যদিকে মধুর ক্যান্টিনে প্রার্থী বাতিল নিয়ে সংবাদ সম্মেলন করেন বামজোটের নেতারা। তাদের অভিযোগ পরিকল্পিত ভাবে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

এসময় বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পৃক্ততা আগে থেকেই। যেকোন ন্যায্য আন্দোলনে আমরা তাদের পাশে ছিলাম। শিক্ষার্থীরাও আমাদের সাদরে গ্রহণ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ডাকসুর অতিত ইতিহাসের মত এবারও আমাদের বিজয় নিশ্চিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়