শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০১:২১ রাত
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটার ও ফেসবুকের নেতিবাচক দিক সম্পর্কে নাগরিকদের সতর্ক করলেন জর্ডানের রানি রানিয়া

রাশিদ রিয়াজ : জর্ডানের রানি রানিয়া ফেসবুক ও টুইটারের নেতিবাচক দিক সম্পর্কে তার দেশের নাগারিকদের সতর্ক করে বলেছেন, এধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের মিথ্যা ও বিভক্তি সমাজে ছড়িয়ে পড়ছে যাতে অনেকে বিপদে আক্রান্ত হচ্ছেন। এধরনের মিথ্যা তথ্যে স্কুল থেকে বিভিন্ন পর্যায়ে অনেকে বিপদজনক পরিস্থিতিতে পড়ছেন। তাই এধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আদান প্রদানে যথেষ্ট সতর্ক হয়েই তা করা উচিত। কারণ এধরনের বিভ্রান্তকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এর অপব্যবহার আমাদের অনেকের জীবনকে বিষময় করে তুলছে। একই সঙ্গে জর্ডানের রানি তার নাগরিকদের পরামর্শ দিয়ে বলেন, বুদ্ধিমত্তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত যাতে তা ধংসাত্মক কথোপকথনকে উস্কানিমূলক এবং আগ্রাসী হিসেবে আমাদের জীবনে প্রবেশের সুযোগ না পায়। এজন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথনে অংশ নেয়ার আগে তা যাচাই করে নেয়ার তাগিদ দেন রানি। আরব বিজনেস।

জর্ডানের রানি রানিয়ার টুইটারে অনুসারির সংখ্যা ১ কোটি ৪ লাখ। ফেসবুকে তার অনুসারির সংখ্যা ১ কোটি ৬০ লাখ এবং ইনস্টাগ্রামের এ সংখ্যা ৫১ লাখ। রানি বলেন, ইন্টারনেটের সঠিক ব্যবহার শিশু থেকে শুরু করে তরুণ তরুণীদের জন্যে খুবই প্রেরণাদায়ক হয়ে উঠতে পারে। ইউটিউবে শিশুদের অংশগ্রহণ এবং শিশুদের পরিচালনায় ইউটিউবের অনেক বিষয়বস্তু দেখে তিনি মুগ্ধ বলেও জানান। আন্তর্জাতিক ফটোসাংবাদিক আলেক্সি লুবোমিরস্কি রানির বেশ কিছু ছবি তোলেন এবং এসময় তাকে দেয়া এক সাক্ষাতকারে রানিয়া এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়