শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইথিওপিয়ায় ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে অনন্ত অ্যাপারেলস

নূর মাজিদ : বাংলাদেশী কো¤পানি অনন্ত অ্যাপারেলস লিমিটেড ইথিওপিয়ায় ৮০ লাখ ডলার বিনিয়োগের করার উদ্যোগ নিয়েছে। অনন্ত গ্রুপের অঙ্গ:প্রতিষ্ঠান এই কো¤পানিটি এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে এই বিনিয়োগ অনুমোদন করার আবেদন করেছে। ওই আবেদনে কো¤পানিটি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে পন্য রপ্তানিতে আফ্রিকান ইউনিয়নের দেশগুলো যে সুবিধা পায় তার সুযোগ নিতেই এই বিনিয়োগ করা হবে। ফাইবার অ্যান্ড ফ্যাশন, দ্য স্টার

অনন্ত অ্যাপারেলস জানায়, তাদের নিজস্ব তহবিল থেকেই এই বিনিয়োগ করবে। তবে এর বাহিরে বাড়তি অর্থের প্রয়োজন হলে বিভিন্ন বহুজাতিক বানিজ্যিক বিনিয়োগকারীর কাছ থেকে ঋণ নেয়া হবে। এই প্রতিষ্ঠানগুলোর মাঝে অন্যতম হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। তবে বাংলাদেশ ব্যাংক এই বিনিয়োগের পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

বাংলাদেশ ব্যাংক এই বিনিয়োগ প্রস্তাব ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই ধরনের বিনিয়োগের অনুমোদন দেয়ার ক্ষমতা কেবল অর্থ মন্ত্রণালয়েরই রয়েছে। সাধারণত, মন্ত্রণালয়ের একটি কেবিনেট কমিটি এই বিষয়ে শেষ সিদ্ধান্ত দেয়। ইতোমধ্যেই এই কমিটির কাছে সাতটি বাংলাদেশী কো¤পানি বিদেশে বিনিয়োগের প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংক মারফত এসেছে। যার মধ্যে আকিজ গ্রুপের অঙ্গ:প্রতিষ্ঠান আকিজ জুট মিলস-এর একটি ২ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব রয়েছে। মালয়েশিয়ার দুটি কো¤পানি কিনতে আকিজ জুট মিলস এই অর্থ ব্যয় করবে। রবিন রিসোর্সেস মালয়েশিয়া এবং রবিনা ফ্লোরিং নামের এই কো¤পানিদুটি কিনে মালয়েশিয়ায় ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে আকিজ গ্রুপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়