শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৯ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন বিরোধিতা উপেক্ষা করে সম্পর্ক শক্তিশালী করতে হবে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে বললেন খামেনেয়ী

রাশিদ রিয়াজ : ইরান সফররত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরোধিতা উপেক্ষা করে ইরান ও আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরো বেশি শক্তিশালী করতে হবে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বিবাদ-বিসংবাদ, সহিংসতা ও যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলেও তিনি মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে বুধবার তেহরানে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। সর্বোচ্চ নেতা বলেন, ইরান ও আর্মেনিয়ার জনগণের স্বার্থে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করতে হবে। বিশ্বের কোনো দেশের জনগণের স্বার্থ ও অধিকার সংরক্ষিত হোক যুক্তরাষ্ট্র তা চায় না বলেও তিনি মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
দুই প্রতিবেশী দেশ ইরান ও আর্মেনিয়ার মধ্যে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক বিদ্যমান ছিল বলে জানান আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেন, ইতিহাসের কোনো পর্যায়েই এই দুই দেশের সম্পর্কে কখনো ফাটল ধরেনি। ইসলাম প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে এসব বিষয় বোঝা সম্ভব নয়।

সাক্ষাতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী তার তেহরান সফরকে গঠনমূলক ও আশাব্যাঞ্জক বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ সফরে যেসব চুক্তি সই হয়েছে অচিরেই সেগুলোর বাস্তবায়ন শুরু করা হবে। আর্মেনিয়া কখনো ইরান বিরোধী কোনো তৎপরতায় জড়িত হবে না বলেও প্রতিশ্রুতি দেন পাশিনিয়ান।

গত অক্টোবরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আর্মেনিয়া সফরে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রাখেন। তিনি হুমকি দিয়ে বলেন, কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে ইরানকে ‘শেষ করে’ দেয়া হবে। তবে বোল্টনের সফর শেষ হওয়ার এক সপ্তাহ পর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী দেশটির পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে বলেন, তিনি বোল্টনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে আর্মেনিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত থাকবে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়