শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৯ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরাতে অভিযান শুরু

সুজন কৈরী : পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল গোডাউন সরাতে টাস্কফোর্সের অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইসলামবাগ এলাকায় এই অভিযান শুরু হয়। ডিএসসিসি ও রাজউকের ম্যাজিস্ট্রেটরা নেতৃত্বে অভিযানে অংশ নিয়েছে তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ডিপিডিসি।

জানা গেছে, অভিযানকালে আবাসিক ভবন থেকে নিষিদ্ধ ও ক্ষতিকারক কেমিক্যাল অপসারণ করা হবে। এছাড়া যারা সিটি কর্পোরেশনের ঘোষণার পরও গুদাম সরিয়ে নেননি তাদের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এর আগে একাধিকবার এই অভিযানের নেয়া উদ্যোগ ব্যর্থ হওয়ায় এবার কয়েকটি বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হচ্ছে।

গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চ‚ড়িহাট্টার ৬৪ নম্বর হাজি ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এ পর্যন্ত মোট ৬৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএসসিসি এবং শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর প্রাথমিক ধারণা কেমিক্যাল বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে। তাই ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের নির্দেশে টাস্কফোর্স গঠন করে বৃহস্পতিবার থেকে শুরু হয় আবাসিক ভবন থেকে কেমিক্যাল সরানোর অভিযান। তার আগে মঙ্গল ও বুধবার ফেব্রুয়ারি অভিযানের সতর্কবার্তা দিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়