শিরোনাম

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের জ্বলে উঠার দিনেও পিছিয়ে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: নিউজিল্যান্ড হ্যামিল্টনের সেডন পার্কে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি তামিমের হলেও হতে পারেনি বাংলাদেশ দলের। এইদিন তামিমের ব্যাট জ্বলে উঠে নিজের ক্যারিয়ারের নবম ও কিউইদের বিপক্ষে প্রথম শতক তুলে নেয়।

টসে হেরে ব্যাট করতে নেমে এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের রান বাড়িয়ে নিলেও অন্য প্রান্তে ব্যাট হাতে হতাশ টাইগাররা। তামিম একাই করেন ১২৬ রান আর অন্য ব্যাটসম্যানরা মিলে করেন ১০৮ রান। ২৩৪ রানে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে যায়।

প্রথম সেশনে ব্যাট করতে নেমে সাদমান ইসলামকে নিয়ে উদ্বোধনীতে ৫৭ রানের জুটি গড়েন তামিম। ব্যক্তিগত ২৪ রানে দলের ৫৭ রানে প্রথম উইকেটের পতন হয়। ৬৪ রানের জুটি আসে তামিম ও মুমিনুল হকের কাছ থেকে। লাঞ্চ বিরতির আগ মূর্হুতে ১২ রান করে দলের ১২১ রানেই দ্বিতীয় উইকেটি হারায় বাংলাদেশ। প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে ১২২ রান করে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। ওই সেশনে তামিম অপরাজিত ৮৮ রান করেন।

দ্বিতীয় সেশনে মোহাম্মদ মিঠুনকে সঙ্গি করে ইনিংসটাকে এগিয়ে নিতে চাইলেও দলীয় ১৪৭ রানেই মিঠুনের উইকেট হারায় বাংলাদেশ। ৮রান করেন মিঠুন। দলীয় ১৪৯ রানে সৌম্য সরকার আউট হয়ে যান। ১৮০ রানে তামিমের উইকেটের পতন হয়। ১২৮ বলে ওয়ানডে মেজাজে ১২৬ করেছেন তিনি। যার মধ্যে ২১টি চার ও একটি ছক্কার মার ছিলো। চা বিরতির আগে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৯৫ রান যোগ করেন দলে।
চার বিরতির পর পরেই মাত্র ১৭ রান যোগ করে প্রথম ইনিংস ২৩৪ রানে শেষ করে বাংলাদেশ।

তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে সফরকারী বাংলাদেশের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। বাংলাদেশের ২৩৪ রানের জবাবে প্রথম দিন বিনা উইকেটে ৮৬ রান নিয়ে শেষ করেছে তারা।

এদিন বাংলাদেশি বোলারদের একেবারেই আমলে নেননি দুই কিউই। ব্যাটিং করতে নেমে দারুণ দায়িত্বশীলতার সাথে খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছেন তারা। গড়েছেন দারুণ একটি উদ্বোধনী জুটি। আর এর মধ্য দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক তুলে নিয়েছেন ৩০ বছর বয়সী রাভাল। আগামীকাল ৫১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন তিনি। আর তাঁর সঙ্গী লাথামের ব্যাটিংয়ে নামবেন ৩৫ রান নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়