শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫১ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আনা হলো বিমানটি

ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে দুবাইগামী ছিনতাইয়ের কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ঢাকায় আনা হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে রাত ৯টা ২১ মিনিটের দিকে ছেড়ে এসে ঢাকায় পৌঁছায় রাত ৯টা ৫৬ মিনিটের দিকে।

গত রবিবার (২৪ ফেব্রুয়ারি) খেলনা পিস্তল ও বোমাসদৃশ বস্তু দেখিয়ে ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করেন মাহাদী নামে এক তরুণ। এর জেরে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে কমান্ডো অভিযানে নিহত হন মাহাদী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) গ্রুপ ক্যাপ্টেন (অব.) খন্দকার সাজ্জাদুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানটির প্রাথমিক একটি অ্যাসেসমেন্ট করা হয়েছে। পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া যাবে। বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় মেরামত শেষে ফের অপারেশনে যাবে বিমানটি।’

বিমান সূত্র জানায়, বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৩টি উড়োজাহাজ। ২০০৮ সালে নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ২.১ বিলিয়ন ডলারে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এর মধ্যে ৮টি উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়েছে। এর চারটি উড়োজাহাজই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের।০সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়