শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে ভারত হোয়াইটওয়াশ

ডেস্ক রিপোর্ট : গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল ভারত। সত্যিই তাই। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান দানব হয়ে হাজির হয়েছিলেন বেঙ্গালুরুতে। তার হার না মানা সেঞ্চুরিতে ভারতকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। ৭ উইকেটের জয়ে ২-০তে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।

প্রথম ম্যাচ হারায় বেঙ্গালুরুতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছিল ভারত। যে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে এসেছিল ভারত, সেই দলটির কাছে ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করলো বিরাট কোহলিরা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে লজ্জায় মুখ লুকালো ভারত।

সিরিজ বাঁচানোর মতোই সংগ্রহ দাঁড় করেছিল প্রথমে ব্যাট করা ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির হার না মানা ৭২ রানের ইনিংসে ভর দিয়ে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করেছিল ১৯০ রান। কঠিন এই লক্ষ্যটা অস্ট্রেলিয়া ২ বল আগেই টপকে গেছে ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসে। ডানহাতি ব্যাটসম্যানের ৫৫ বলে খেলা হার না মানা ১১৩ রানের ইনিংসে ৩ উইকেট হারিয়ে ম্যাচের সঙ্গে সিরিজও নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে দারুণ শুরু এনে দেন লোকেশ রাহুল। আরেক ওপেনার শিখর ধাওয়ান (১৪) সুবিধা করতে না পারলেও চার-ছক্কার ফুলঝুড়িতে ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন লোকেশ। ৩ চারের সঙ্গে তিনি মারের ৪ ছক্কা।

তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে তাণ্ডব চালান অধিনায়ক কোহলি। ৩৮ বলে ২ চার ও ৬ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৭২ রানে। যোগ্য সঙ্গ পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে। এই উইকেটরক্ষক ২৩ বলে ৩ চার ও সমান ছক্কায় খেলে যান ৪০ রানের ইনিংস। আর শেষ দিকে দিনেশ কার্তিক ৩ বলে ২ বাউন্ডারিতে ৮ রানে অপরাজিত থাকলে ভারতের ইনিংস শেষ হয় ১৯০ রানে।

ভারতীয় ব্যাটসম্যানদের দাপটের দিনে একটি করে উইকেট পেয়েছেন জেসন বেহরেনডর্ফ, নাথান কোল্টার-নাইল ও ডি’আর্চি শর্ট।

বড় সংগ্রহ দাঁড় করিয়েও হারের হতাশা নিয়ে ভারতকে মাঠ ছাড়তে হয়েছে ম্যাক্সওয়েলের দুর্দান্ত সেঞ্চুরিতে। মার্কাস স্টোইনিসের (৭) আউটের পর অ্যারন ফিঞ্চ (৮) দ্রুত ফিরে গেলেও ডি’আর্চি শর্টকে নিয়ে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে রাখেন সঠিক পথে। শর্ট ২৮ বলে ৬ বাউন্ডারিতে ৪০ রানে আউট হলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণ করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল।

ভারতীয় বোলারদের ওপর ঝড় বইয়ে ম্যাক্সওয়েল ৫০ বলে পূরণ করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির তৃতীয় সেঞ্চুরি। আর বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিতের সময় তার নামের পাশে ৫৫ বলে জ্বলজ্বল করছিল অপরাজিত ১১৩ রান। ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটসম্যান তার ইনিংসটি সাজান ৭ চার ও ৯ ছক্কায়। তার সঙ্গে খেলা শেষ করেন ১৮ বলে ২০ রানে অপরাজিত থাকা পিটার হ্যান্ডসকম্ব।

ম্যাক্সওয়েলের তাণ্ডবে দিশেহারা ভারতের সবচেয়ে সফল বোলার বিজয় শঙ্কর। এই পেসার ৩৮ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়