শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একে শামাসুদ্দিন মনে করেন, ভারত জঙ্গিদের ওপর আক্রমণ করেছে,পাকিস্তানের ওপর নয়

লিয়ন মীর : নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডির জেনারেল (অব.) একে শামসুদ্দিন বলেছেন, ভারত পকিস্তানে অবস্থিতি জঙ্গিদের ওপর হামলা করেছে, পাকিস্তানের ওপর নয়। ভারত-পাকিস্তানের চলমান এই খ- যুদ্ধ প্রমাণ করছে পাকিস্তান এখনো জঙ্গিবাদ আশ্রয় দিচ্ছে। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তান-ভারতের মধ্যে এখন যে যুদ্ধ হচ্ছে এটাকে খ- যুদ্ধ বলে আবার সিমিত যুদ্ধও বলে। এটাকে প্রকৃত যুদ্ধ বলে না। প্রকৃত যুদ্ধ বলতে ঘোষিত যুদ্ধকে বোঝায় যেটা এখনো আরম্ভ হয়নি। তাই এটাকে চূড়ান্ত যুদ্ধ বলা যাচ্ছে না। তবে এই যুদ্ধ থেকে চূড়ান্ত যুদ্ধ আরম্ভ হতে পারে আবার নাও হতে পারে। এই যুদ্ধের পরিণতি যাই হোক না কেন, একটা বিষয় আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণিত হচ্ছে পাকিস্তান এখনো জঙ্গিবাদ আশ্রয় দিচ্ছে। আপরদিকে এই যুদ্ধের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে, দেশের মানুষের কাছে মোদির সক্ষমতা প্রমাণ পেয়েছে। নির্বাচনের আগে মোদির এই সক্ষমতা প্রমাণ পাওয়ায় ভোটের মাঠে এই বিষয়টি কাজে আসবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেশিদূর এগোবে না। কেননা ভারত আক্রমণ করেছে জঙ্গিদের, পাকিস্তানকে নয়। এক্ষেত্রে পাকিস্তান তো ভারতের ওপর আক্রমণ করতে পারে না। পাকিস্তান যদি জঙ্গিদের পক্ষ নিয়ে ভারতের ওপর আক্রমণ করে তাহলে চূড়ান্ত যুদ্ধ শুরু হবে। আমার মনে হয় পাকিস্তান এই কজ করবে না। তাহলে এই খ- যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ দেখছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়