শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১২ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ইইউ, রাশিয়া ও চীন

লিহান লিমা: ভেনেজুয়েলায় যে কোন ধরনের সামরিক হস্তক্ষেপ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন, চীন ও রাশিয়া। ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান ফ্রেডেরিকা মোঘেরিনির মুখপাত্র মাজা কোচিজানকিক বলেন, ‘আমরা ভেনেজুয়েলা সংকটের গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান চাইছি।’ ইইউ বুলেটিন, চ্যানেল নিউজ এশিয়া, রয়টার্স

ইইউ আরো জানায়, তারা যে কোন ধরনের সামরিক শক্তি ব্যবহারের বিরোধী। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেলও বলেছেন, ‘ইইউ কখনোই একটি দেশের অভ্যন্তরীণ সংকটে বিদেশি সামরিক বাহিনীর হস্তক্ষেপ সমর্থন করে না।’ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘যুক্তরাষ্ট্র ত্রাণের নামে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের পাঁয়তারা করছে। আমরা অন্যদেশগুলো সঙ্গে আলোচনা করছি, সামরিক হস্তক্ষেপের চাইতে উদ্বেগের আর কিছুই হতে পারে না।’ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘ভেনেজুয়েলার সমস্যা অভ্যন্তরীণ, আমাদের যে কোন ধরনের হস্তক্ষেপ থেকে দূরত্ব বজায় রাখা উচিত।’ অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ‘মাদুরোর সময় আর কয়েকদিন।’

ভেনেজুয়েলায় নিজকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা বিরোধী দলিয় নেতা হুয়ান গুয়াইদো সম্প্রতি ‘লিমা গ্রুপ’ এর দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন। দেশটির নেতা হুভো চ্যাভেজের মৃত্যুর পর তার অনুসারী নিকোলাস মাদুরো ক্ষমতায় আসেন। গত বছর দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হলে সংকট শুরু হয়। যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৫০টি দেশ গুয়াইদোকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে মাদুরো রাশিয়া, চীন ও তুরস্কের থেকে কূটনৈতিক সমর্থন পেয়েছেন। মাদুরো যে কোন ধরনের বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিলেও গুয়াইদো আন্তর্জাতিক সম্প্রদায়কে ভেনেজুয়েলাকে মুক্ত করতে যে কোন ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়