শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বালাকটে ভারতীয় সেনাদের আমন্ত্রণ জানিয়ে জেনারেল আসিফ বললেন, দেখে যান কোথায় ৩’শ পাকিস্তানি নিহত হয়েছে!

রাশিদ রিয়াজ : পাকিস্তানের বালাকটে ভারতীয় বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে যে ৩’শ জঙ্গি মারা গেছে এমন দাবি প্রত্যাখ্যান করে জেনারেল আসিফ গফুর বলেছেন, ওই অভিযানে যেসব ভারতীয় বৈমানিক ও সেনা অংশ নিয়েছে তাদের আমন্ত্রণ জানাই, তারা সেখানে সফরে আসুন, দেখে যান কোথায় ৩’শ পাকিস্তানি মারা গেছে। আইএসপিআর’এর এই কর্মকর্তা এও বলেন, ৩’শ মানুষ মারা গেলে অন্তত গ্রামবাসী তাদের দাফন কাফনে ব্যস্ত হয়ে পড়ত। কিন্তু সেরকম কিছু ঘটেনি।

শুধু ভারতীয় সেনা কর্মকর্তা নয় পাকিস্তানের পক্ষ থেকে আন্তর্জাতিক মিডিয়া কর্মী ও কূটনীতিকদেরও বালাকটে সফরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

জেনারেল আসিফ বলেন, ভারতের এধরনের আক্রমণের জবাব দেয়া ছাড়া পাকিস্তান সেনাবাহিনীর হাতে অন্য কোনো সুযোগ ছিল না। এধরনের জবাব দেয়ার ক্ষমতা ও দক্ষতা আমাদের আছে কিন্তু ভারতের উচিত ছিল দায়িত্বশীলতার পরিচয় দেয়া। আমাদের জনসমর্থন আছে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী চায় দায়িত্বশীলতার পরিচয় দিতে। এ দায়িত্বশীল পরিচয় দিতে হবে আন্তর্জাতিক বিশে^রও। জেনারেল আসিফ আরো বলেন, আন্তর্জাতিক মিডিয়ার উচিত ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ও উন্নয়নে বাধা কোথায় তা চিহ্নিত করা। এক্সপ্রেস ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়