শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৯ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যামিল্টনে কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারবে টাইগাররা?

আক্তারুজ্জামান : গত বছরের অক্টোবর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, জিম্বাবুয়ে সিরিজ এরপর মাসব্যাপী বিপিএল টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের ক্রিকেটাররা যে একটু ক্লান্ত তার ছাপ পড়েছে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজেই। সেই ক্লান্তি শেষ হওয়ার আগেই আবার টেস্ট সিরিজ খেলতে নামছে টাইগাররা। ক্লান্ত দলের যে প্রতিচ্ছবি ওয়ানডেতে দেখা গেছে সেটা টেস্টেও বোধহয় থাকবে। হ্যামিল্টনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

কিন্তু মাঠে নামার আগে বাংলাদেশ দলের যে অবস্থা তাতে করে খুব একটা ভরসা পাচ্ছেন না দেশের ক্রিকেট ভক্তরা। চোটে পড়ে সাকিব আল হাসান নেই বলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কত্ব পাওয়ার রোমাঞ্চের চেয়ে মাহমুদউল্লাহর বেশি অনুভব হচ্ছে সাকিবের মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের অনুপস্থিতি। সাকিব যে একের ভেতর চার! ভালো ব্যাটসম্যান, ভালো বোলার, ভালো ফিল্ডার ও ভালো অধিনায়ক! এমন একজন খেলোয়াড়ের না থাকাটা অবশ্যই বিরাট ধাক্কা।

হ্যামিল্টনে মাঠে নামার আগে মাহমুদউল্লাহ সেটিই বললেন সংবাদমাধ্যমকে, ‘সবাই জানি সাকিব কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের দলে। সে চোটে পড়া মানে দলের জন্য বড় এক ধাক্কা। সবাই জানি তার সামর্থ্য সম্পর্কে। সে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে, না থাকলে কিছুটা গড় মিল হয়।’

সেই গড় মিলটা এখন বাংলাদেশ দলেও হচ্ছে। নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভালো একটা একাদশ সাজাতে অনেক ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে হ্যামিল্টন টেস্টের আগে মাহমুদউল্লাহ একটা অমোঘ বাস্তবতাও তুলে ধরলেন। আজ সাকিব নেই, পরের সিরিজ বা টুর্নামেন্টে হয়তো থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়