শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরের ব্রহ্মপুত্র নদী এখন ঘুমন্ত খাল ও মাদক সেবীদের বাজার

তপু সরকার হারুন: শেরপুরের ব্রহ্মপুত্র নদী এখন ঘুমন্ত খাল । সময়ের পরিবর্তনে নদীটি এখন হারিয়ে যেতে বসেছে । সেই সঙ্গে চলছে দু জেলার ভূমি দূস্যে এবং মাদক ব্যাবসায়ীদের নিরাপদ অভয়ারণ্য। শেরপুর ও জামালপুর জেলার মাঝা মাঝিতে ব্রহ্মপুত্র নদিটি। নদীর দু পাশে অনেক আগেই দখল হয়ে এখন মাঝ খানে চলছে দখলের পায়তারা। নদীর বুক চিরে এখন ফসলের মাঠ, আর সেই সঙ্গে চলছে মাদক সেবীদের মাদকের বাজার।

এক সময়ের রঙ্গের বাহারী পাল তুলে বয়ে চলতো নানা ধরণের নৌকা। এখন নদীর চিত্র দেখে মনে হয় একটি খাল। সেটি আর ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র বলে মনে পড়ে না। এমনি কথা বললেন ছনকান্দার আব্দুস সাওার।

এ নদীটি মূলত (হিমালয় পর্বতের কৈলাস মানস সমবোর পাহাড় ) থেকে কুড়িগ্রামে হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং উলিপুর, চিলমারী বন্ধর হয়ে থানা হাট, রৌমারী দিয়ে চর রাজিবপুর, বাহাদুরাবাদ ঘাট, ফুলছড়ি উপজেলা দিয়ে সাঘাটা ,কাচঁকোলা, হয়ে ফকিরের হাট।

এদিকে পুরাতন ব্রহ্মপুত্রের পাড়ে অবস্থিত হয়ে ইসলামপুর, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ আওয়ালী কান্ধা বেলাব হয়ে কিশোরগঞ্জ ও নরসংদী এবং ভৈরব বাজারের দক্ষিনে মেঘনায় প্রভাহিত হয়। এ নদীটির দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার এবং এর গড় প্রস্ত ২০০ মি:, স্থানীয় লোকজন বলে নদিটি ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে এবং দুই পাড়ে মাটি ভরাট করে দখল দারিত্ব নিয়ে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে।

গত শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায় ব্রহ্মপুত্র ব্রীজের পশ্চিম ও পুর্ব দু পাশ থেকেই বেকু দিয়ে ট্রাকে ট্রাকে বালু তুলে নিচ্ছে। এদিকে সরকার ঘোষিত অর্থনৈতিক অঞ্চল হিসেবে নদীর পারে সাত পাইকা গ্রামের ১৪০ একর ও ৫০ একর একোয়ার ভূক্তে জায়গা সরকারি দখলভূক্ত থাকলেও, সেখানে চলছে অবৈধ্য বালু উওোলনের মহাউৎসব ।

মফিজুল ইসলাম, আনোয়ার হোসেন মাজহারুল, আব্দুল জব্বার নামে স্থানীয় আরো অনেকে বলেন ভূমি অফিসের একটি সিন্ডিকেটের সহযোগিতায় স্থানীয় কিছু টাউট সেখান থেকে লক্ষ্য লক্ষ্য সেপ্টি বালু বেকু মেশিন দিয়ে তুলছে বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয় লোকজন আরো বলেন কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তি ও তাদের লোকজন এসব নিয়ন্ত্রণ করে থাকে।

এদিকে চরপক্ষিমারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলামের কথা হলে, তিনি এবিষয়টি এড়িয়ে যান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়