শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামরার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তরায় সড়ক অবরোধ

ইসমাঈল হুসাইন ইমু : নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। বুধবার দুপুর থেকে উত্তরার মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

স্থানীয়রা জানান, তিনদিন আগে রিফাত নামে এক শিশু বন্ধুদের সঙ্গে নির্মাণাধীন একটি বাড়িতে খেলতে যায়। ওই সময় বাড়িওয়ালার আঘাতে রিফাতের মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে বাড়িওয়ালা বাড়ির পানির একটি ট্যাংকে মরদেহ ফেলে দেয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তরায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে এলাকাবাসী। প্রথমে মামলা না নেয়ায় বিক্ষোভ করা হয়। পরে আসামি গ্রেফতার না হওয়ায় সড়ক অবরোধ করেছে তারা।

দক্ষিণখান থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল গনি বলেন, শিশু মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে ভুল বোঝাবোঝির কারণে সড়কে অবস্থান নিয়েছে স্থানীয়রা। শিশুটির মরদেহ উদ্ধারের পর এর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মঙ্গলবার একটি মামলা নিয়েছে পুলিশ। তারপরও তারা না বুঝে গার্মেন্টস শ্রমিকদের জড়ো করে সড়ক অবরোধ করে রেখেছে। সর্বশেষ বেলা পৌনে ৩টা পর্যন্ত সড়ক অবরুদ্ধ রয়েছে। সড়ক অবরোধ করে বিক্ষোভের ফলে উত্তরার ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত দুই পাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন এই পথ দিয়ে চলাচল করা মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়