শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার নিরপেক্ষ না থাকার কারণে প্রশাসন সরকার বাহিনীর ‘ক্যাডারে’ পরিণত হয়, বলেছেন তৈমুর আলম খন্দকার

হ্যাপি আক্তার : বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নিরপেক্ষ থাকে না। সরকারের কাছেই সব কিছু থাকে যার জন্য প্রশাসন সরকারি বাহিনীর ক্যাডার হিসেবে পরিণত হয়। তবে গণতান্ত্রিক যে পরিবেশ তাকে নিয়ে যদি কাজ করতে হয় তাহলে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। মঙ্গলবার রাতে সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত¡াবধায় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে আন্দোলন হলো। এই আন্দোলনে আওয়ামী লীগও ছিলো। কিন্তু সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় গেলো, তখনি তারা অপকৌশলের রাস্তা নিলো। তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। গÐগোল সে জায়গাটিতেই শুরু হয়েছে। আমলাতন্ত্র, নির্বাচন কমিশন ও অন্যান্যরা নির্বাচন পরিচালনায় যে ভূমিকা থাকার কথা, তাদের সে ভূমিকায় নিরপেক্ষ ছিলো না। তারপরেও নানান প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে বিএনপি নির্বাচন করেছে।

তিনি আরো বলেন, নির্বাচন একটি রাজনৈতিক অনুশীলন, আবার আপোষ করাও রাজনৈতিক অনুশীলন। শুধু বিএনপি না আওয়ামী লীগও নির্বাচন বয়কট করেছে কোনো এক সময়। এটি নতুন কোনো বিষয় না। তবে আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য নির্বাচন বয়কট করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়